সামু তথা ব্লগই যাদের শেষ ঠিকানা,যারা প্রায় সবসময়ই সামুতে খাওয়া-ঘুম ও প্রাকৃতিক কার্য্য সম্পন্ন করেন, সম্মানীত তেমন ব্লগারগন সামু বন্ধ থাকা কালীণ কি ভাবে সময় কাটিয়েছেন-খুব জানতে ইচ্ছে করে।জানিনা-সামু বন্ধ থাকাকালীন “ব্লগই যাদের শেষ ঠিকানা” তারা কি খানা-পিনা করেছিলেন? যারা সামুতে শুধুই গালাগালি চার্চায় নিজ মেধা বিকাশে, প্রকাশে ব্যাস্ত থাকেন,যারা পল্টনীয় কায়দায় খাদেলা হাসিনাকে উদ্ধার করতে নিজের রাজকীয়(রাজনৈতিক)মেধার সুগন্ধী ছড়ান, যারা ছাগু-ভাদা-পাদা নিধনে নিজেদের জীবন যৌবন উজার করে দিতেন সেইসব নিবেদিত প্রান ব্লগারগন এই সময়টুকু কি চর্চা করেছেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।