আমাদের কথা খুঁজে নিন

   

মাথায় কত প্রশ্ন আসে? ২ (VVI)


ধরেন আপনারে আফ্রিকার জঙ্গলে লইয়া একখান রশি দিয়া ঠ্যাং বাইন্ধা গাছের লগে লটকাইলাম (মাথা নিচে)। রশির আরেক মাথা কিন্তু মাটিতে পেরেক দিয়া আটকাইছি। আর রশির তলে দিছি মোম জ্বালাইয়া। আপনি ঝুলতাছেন, মোম জ্বলতাছে, রশি পুড়তাছে---ঝুলতাছেন, মোম জ্বলতাছে, রশি পুড়তাছে....ঝুলতাছেন, মোম জ্বলতাছে, রশি পুড়তাছে (বাংলা ফিলিম মার্কা সীন) এদিকে নিচে এক সিংহ বাবাজী পাকাইতাছে। কখন রশি ছিঁড়া নিচে পড়েন আপনি। তাইলেই তো ভোজ, ইস্ স্ সি রে..... মমমমমম..... আহ। প্রশ্নঃ ১) আপনের বাঁচনের চান্স কতটুকু? ২) "বাঁচতে হলে জানতে হবে"- কেমনে বাঁচবেন?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.