আমাদের কথা খুঁজে নিন

   

হেলমেট এর সাহায্যে মস্তিষ্ক নিয়ন্ত্রণ!



আজ আপনাদের সামনে নিয়ে এলাম আরেকটি অবাক করে দেয়া মতো খবর বৃটেন এর সেনাবাহিনীর জন্য তৈরী করেছে এক বিশেষ ধরনের হেলমেট যা নাকি মস্তিষ্ক নিয়ন্ত্রণে সক্ষম!!! শিরস্ত্রাণের সাহায্যে মস্তিষ্ক নিয়ন্ত্রণ যদি জিজ্ঞেস করা হয় কিসের জোরে মানুষ পৃথিবীতে রাজত্ত্ব করছে, তাহলে এক কথায় এর উত্তর দেয়া যায়, আর উত্তরটা হলো ‘বুদ্ধির জোরে’। আর মানুষের এই উন্নত বুদ্ধিবিকাশের মূল কারণ হচ্ছে উন্নত মস্তিষ্কের গঠন। আমাদের জীবনের সব কিছুই মস্তিষ্কের দ্বারা নিয়ন্ত্রিত। আর কাজ করতে গিয়ে আমাদের মস্তিষ্কও এক সময় ক্লান্ত হয়ে পড়ে; কখনো দুঃখ-কষ্ট, কখনোবা দুশ্চিন্তা এসে গ্রাস করে আমাদের চেতনাকে। এসব কারণে আমরা অনেক ক্ষেত্রেই অনেক কাজ সঠিক ভাবে করতে পারি না।

কিন্তু এথেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় আছে কি? যদি এমন হতো, কোনও বোতাম চেপে এক নিমেষেই আমাদের সকল ক্লান্তি, দুশ্চিন্তা সরিয়ে দেয়া যেতো তাহলে কেমন হতো ভাবুন তো? যুক্তরাজ্যের ডিফেন্স এড্ভান্সড্ রিসার্চ প্রজেক্টস্ এজেন্সি(DARPA) তাদের সেনাবাহিনীর জন্য এমন এক ধরণের শিরস্ত্রাণ উদ্ভাবন করেছে যার সাহায্যে সৈন্যরা সরাসরি তাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারবে। এই শিরস্ত্রাণ ‘ট্রান্সক্রেনিয়াল আল্ট্রাসাউন্ড’ নামে এক ধরনের বিশেষ শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়েছে যা আমাদের কানে শ্রবণের অনুভূতি সৃষ্টি করে না। এই শব্দ তরঙ্গ মস্তিষ্কের বিভিন্ন অংশে উত্তেজনা সৃষ্টি করতে সক্ষম। মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করার জন্য এই এজেন্সি অনেক আগে থেকে গবেষণা করলেও নতুন উদ্ভাবিত এই ‘ট্রান্সক্রেনিয়াল আল্ট্রাসাউন্ড প্রযুক্তি’ পূর্বের যে কোন প্রযুক্তির চাইতে আরো বেশি ফলপ্রসূভাবে কাজ সম্পন্ন করতে পারে। এই বিশেষ ধরনের শিরস্ত্রাণগুলো সৈন্যদের দুঃশ্চিন্তা, তন্দ্রাচ্ছন্নতা, মানসিক কষ্ট সরিয়ে দিতে পারে।

এর আগে উদ্ভাবিত ‘ডীপ ব্রেইন সিমুলেশন্ (DPS)’ প্রযুক্তির সাহায্যে মস্তিষ্ক নিয়ন্ত্রণের জন্য সার্জারীর প্রয়োজন ছিল। কিন্তু ট্রান্সক্রেনিয়াল আল্ট্রাসাউন্ড প্রযুক্তি ব্যবহারে কোন সার্জারীর প্রয়োজন নেই এবং এটি পূর্বের চেয়ে ৫ গুণ বেশি ক্ষমতা সম্পন্ন। ডিফেন্স এড্ভান্সড্ রিসার্চ প্রজেক্টস্ এজেন্সি(DARPA) এর মতে, এই হেল্মেট ব্যবহারে সৈন্যরা দীর্ঘ সময় না ঘুমিয়ে যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে পারবে এবং ভয়ভীতি ও দুশ্চিন্তা তাদের গ্রাস করবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.