সম্প্রতি জানা গেছে, সাইকেল বা মোটরসাইকেল চালানোর সময় মাথায় পরা হেলমেট থেকেই উৎপন্ন হবে বিদ্যুৎ। আর এই বিদ্যুৎ ব্যবহার করে মোবাইল ফোনও চার্জ করা যাবে। ভারতের আহমেদাবাদে নিরমা ইউনিভার্সিটি’র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর দুজন ছাত্র তৈরি করেছেন সোলার প্যানেলযুক্ত এই হেলমেট। খবর সি-নেট-এর।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, মোটরসাইকেল আরোহীর মাথায় থাকা এই সোলার হেলমেটের সঙ্গে একটি ছোটো ফ্যানও ঘুরবে।
আলো এবং বাতাস লাগায় এই হেলমেট মাথায় পরে ৪০ মিনিট ঘুরলেই চার্জ হয়ে যাবে সঙ্গে থাকা মোবাইল ফোনটি।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, হ্যান্ডেল থেকে হাত না সরিয়ে ফোন ব্যবহারের সুযোগও আছে এ হেলমেটে।
সূত্র ঃ Click This Link
জানা গেছে, হেলমেট এবং চার্জ করার যন্ত্র এ দুই কাজেই হেলমেটটি ব্যবহার করা যাবে।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, হেলমেট তৈরি করেছেন দুই ছাত্র প্রাগনেস দুধাইয়া এবং আলোক ভাট। নির্মাতারা এই হেলমেটটির পেটেন্ট করার বিষয়টিও বিবেচনা করছেন বলে জানা গেছে।
তারা এ হেলমেটটি বাণিজ্যিকভাবে বাজারে আনার পরিকল্পনাও করছেন।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, বাজারে আসলে পরে এ হেলমেটের দাম হতে পারে ২২ ডলার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।