আমাকে তোমরা মামা ডাকতে পারো আমি মাইন্ড করবো না ।
১.বাংলাদেশের সেলফোন বাজারে দেশে উৎপাদিতো মোবাইল ফোন:
আমাদের নিজেদের দেশে উৎপাদিতো মোবাইল সেট আমাদের হাতে আসা এখন মাত্র সময়ের ব্যাপার । ফোনিক্স্র গ্র“প নামের একটি কোম্পানিটি ইতোমধ্যে বাংলাদেশের মোবাইল ফোন মার্কেট যাচাইয়ের কাজ শেষে এখানে একটি সেলফোন উৎপাদনে কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। গত সপ্তাহে বানিজ্য মন্ত্রির চীন সফর কালে উক্ত কম্পানীর একটি প্রতিনিধি দল মন্ত্রির সাথে বিনিয়োগ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
কোম্পনিটি উৎপাদনে গেলে অপেক্ষা কৃত কম মূলে ভালো সেট মানুষের হাতে পৌছেদেয়া যাবে বলে আশা করা যায় ।
২
বুয়েটে শিক্ষা এবং গবেষনার সুযোগ বাড়ছে:
বাংলাদেশের প্রকৌশল শিক্ষার পীঠস্হান বুয়েটে সিক্ষা এবং গবেষনার সুযোগ বাড়ানের জন্য সার্বিক সহযোগিতা দেয়া হবে বলে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান প্রতিশ্রতি দিয়েছেন । কাল বৃহস্পতিবার বুয়েটের নবনিযুক্ত উপাচার্য এস এম নজরুল ইসলাম বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশ্বাস দেন ।
হাজার দুঃসংবাদের ভীরে, প্রতিদিন অন্ততো একটি সুসংবাদ আপনার- আমাদের মনটাকে যেমন কিছুটা হালকা করবে তেমনি ভাবে ভালো কাজে উৎসাহ দিয়ে নিজেদের নৈতিক দায় শোধে কিছুটা পদক্ষেপ হোক ।....তো চলুক..আশা করি প্রতিদিন পাশে পাবো ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।