আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের নগ্ন রাজনীতি সম্পর্কে কিছু বলতে এখন ঘৃণায় বুক ভরে ওঠে ..।

আলো তো লাগে না ভাল , আঁধারি যে ভালবাসি ! আমি যে পাগল প্রানে কভু কাঁদি কভু হাসি..

এটা কি চলছে এদেশে ..?? এইভাবে আর কত দিন ..?? এখনও কি কারও পিঠ দেওয়ালে ঠ্যাকেনি .?? আমরা এই মানুষ গুলো কি গোলাম হয়ে গেলাম ওদের ..?? সবার চামড়াই কি গন্ডারের মত শক্ত হয়ে গেছে ..?? আর কত সহ্য করা যায় ..?? সবার ধৈর্য্যের বাধ এত শক্ত হয়ে গেছে ..?? কি রুপ দেখিয়েছে ঐ দুই নারী ..?? যে ওদের জন্য উঁই পোকার মত জীবন দিচ্ছি আমরা ..!!! মনুষ গুলো সব ফুটবল হয়ে গেছে .। আর ওরা সবাই সেই বল দিয়ে ফাঁকা পোস্টে গোল করে যাচ্ছে ..?? ওদের কোন দোষ নেই সব দোষ আমাদের ,,,??? তাহলে ওদের কর্মকান্ড নিয়ে এত গলা ফাটানোর কি প্রয়োজন ..?? এরা তো আমাদের কথা ভোটের পর আর শোনে না । আসুন আজ থেকে আমরা ব্লগের সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনার জন্য সমস্ত রাজ-অনৈতিক কথা ও পোস্ট থেকে বিরত থাকার চেষ্টা করি ...। সবাই ভাল থাকবেন ..।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.