আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিদিন হোক আরেক টা শুভ দিন ...১

আমাকে তোমরা মামা ডাকতে পারো আমি মাইন্ড করবো না ।

কৈলাসটিলা গ্যাসক্ষেত্রের নতুন একটি কূপ থেকে গ্যস উত্তলন শুরু হয়েছে। এটি ৫ নং কূপ নামে পরিচিতো । এর উৎপাদন ক্ষমতা এক কোটি ঘনফুট । এটি নিয়ে গত এক বছরে জাতীয় গ্রিডে ১০ কোটি ঘনফুটেরও বেশি (১০৩ মিলিয়ন ঘনফুট) নতুন গ্যাস যুক্ত হয়েছে। এ ছাড়াও তিতাস গ্যাসক্ষেত্রের ১২ নম্বর কূপ ,সালদা নদী গ্যাসক্ষেত্র, সেমুতাং গ্যাসক্ষেত্র, ন্দলপুর গ্যাসক্ষেত্র, ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্র (ফেঞ্চুগঞ্জ-৪) সহ আরও বেশ কিছু গ্যাস ক্ষেত্রে সংস্কার এবং অনুসন্ধানের কাজ চলছে এবং এখানে আমাদের দেশীয় প্রযুক্তি বিদদের এখানে তাদের অবদান রাখছে । আরো সু সংবাদের কথা হলো অধিকাংশ ক্ষেত্র থেকে এই বছরই উৎপাদনে যাওয়ার আশা করা হচ্ছে। হাজার দুঃসংবাদের ভীরে, প্রতিদিন অন্ততো একটি সুসংবাদ আপনার- আমাদের মনটাকে যেমন কিছুটা হালকা করবে তেমনি ভাবে ভালো কাজে উৎসাহ দিয়ে নিজেদের নৈতিক দায় শোধে কিছুটা পদক্ষেপ হোক ।....তো চলুক..আশা করি প্রতিদিন পাশে পাবো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.