এবারের মৌসুমে নিজেদের প্রথম ম্যাচ। লা লিগার শিরোপা ধরে রাখার অভিযান। শুরুটা চোখ ধাঁধানোই হয়েছে বার্সেলোনার। নিজেদের মাঠে গত রাতে লেভান্তেকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে নতুন কোচ জেরার্ডো ‘টাটা’ মার্টিনোকে স্বাগত জানালেন লিওনেল মেসিরা।
বার্সার রাতে মাঠে নেমেছিল স্পেনের আরেক শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদ। জয় পেয়েছে তারাও। তবে সেটা বার্সার মতো হেসেখেলে আসেনি। ইসকোর করা শেষ মুহূর্তের গোলে বেটিসকে ২-১ গোলে হারায় রিয়াল। অপর ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ ৩-১ গোলে সেভিয়াকে এবং গ্রানাডা ২-১ গোলে ওসাসুনাকে হারায়।
বার্সা-লেভান্তে: ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে লেভান্তেকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করে বার্সা। প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগেই ৬-০ গোলে এগিয়ে যায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে অবশ্য গোলবন্যাটা অব্যাহত থাকেনি। ম্যাচের প্রথম গোলটি অ্যালেক্সিস সানচেজের, মাত্র তিন মিনিটের মাথায়। দুটি করে গোল করেন লিওনেল মেসি (১২ ও ৪২ মিনিট) ও পেদ্রো (২৬ ও ৭৩ মিনিট)।
বার্সার বাকি গোল দুটি করেন দানি আলভেজ (২৩ মিনিট) ও জাভি (৪৫ মিনিট)। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।