আমাদের কথা খুঁজে নিন

   

বার্সার জয়রথ চলছেই

বার্সেলোনা মাঠে নামলেই জয় পাবে- এটা যেন স্বাভাবিক ঘটনা হয়ে গেছে। জয়টা কখনো বড়ও হতে পারে, আবার কম গোলের ব্যবধানেও হতে পারে- এ নিয়ে যেন ভক্তদের আর কোনো মাথাব্যথা নেই। তাহলে রাত জেগে আর খেলা দেখে কি লাভ? সমর্থকরা কেনইবা রাত জাগে? আসলে বার্সাভক্তরা রাত জাগে তো লিওনেল মেসি ও নেইমারের জন্য। মঙ্গলবার রাতে রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে এই দুই তারকাই গোল পেয়েছেন। ৪-১ গোলের বড় জয় পেয়েছে বার্সেলোনাও।

লা লিগায় টানা ৬ষ্ঠ ম্যাচে জয় পেল কাতালানরা। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের অবস্থান আরও দৃঢ় করল স্প্যানিশ জায়ান্টরা। জয় পেয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদও। তারা ওসানসুনাকে হারিয়েছে ২-১ গোলে। টানা ৬ষ্ঠ জয় পেয়ে বার্সার সঙ্গে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দ্বিতীয় অবস্থানে মাদ্রিদের দলটি।

লা লিগায় ৬ষ্ঠ ম্যাচে এসে প্রথম গোলের দেখা পেলেন বার্সার ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার। অ্যালেঙ্সি সানচেজের ক্রস থেকে বল পেয়ে সহজেই গোল আদায় করে নেন নেইমার। খেলার ৫ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। এর মিনিট তিনেক পরেই কাতালানদের আবারও এগিয়ে দেন লিওনেল মেসি। নেইমারের ক্রস থেকে বল পেয়ে দুর্দান্ত এক হেডে গোল করেন আর্জেন্টাইন তারকা।

২৩ মিনিটে আরেকটি অসাধারণ গোল করেন সার্জিও বুসকেটস। ২০ গজ দূর থেকে দারুণ এক শটে সোসিয়েদাদের গোলরক্ষক ক্লদিও ব্রাভোকে বোকা বানিয়ে দেন বার্সার এই মিডফিল্ডার। ৩-০ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। বার্সেলোনার হয়ে চতুর্থ গোলটি করেন মার্ক বারত্রা। অবশ্য একটি গোল পরিশোধ করেছেন সোসিয়েদাদের আলবার্তো ডি লা বেলা।

প্রথম গোলের প্রতিক্রিয়া জানাতে গিয়ে নেইমার বলেন, লিগে প্রথম গোল করতে পেরে আমি খুশি। তবে দল জয় পাওয়ায় আমার খুবই ভালো লাগছে। প্রতিটি ম্যাচে আমরা উন্নতি করছি। আশা করি, সামনে আরও ভালো করবে বার্সেলোনা।

কাতালানরা সহজ জয় পেলেও ওসানসুনার বিরুদ্ধে কষ্ট করতে হয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদকে।

খেলার মাত্র ২৫ মিনিটের মধ্যেই দুই গোল করেন অ্যাথলেটিকো মাদ্রিদের দিয়াগো কস্তা। প্রথমার্ধের ৪২ মিনিটেই একটি গোল পরিশোধ করেন ওসানসুনা। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেছে তারা। তা ছাড়া ম্যাচের ফল অন্য রকম হতে পারত। তবে শেষ পর্যন্ত পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেই খুশি অ্যাথলেটিকো কোচ দিয়েগো সিমেওয়ান।

তিনি বলেন, ম্যাচটি আমাদের জন্য মোটেও সহজ ছিল না। তবে প্রথমার্ধে আমরা খুবই ভালো খেলেছি। কিন্তু দ্বিতীয়ার্ধে ওরা অনেক সুযোগ পেয়েছিল আমাদের রক্ষণভাগের দুর্বলতার জন্য। তারপরেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেই খুশি।

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।