পাকিস্তান ক্রিকেট দলের দুঃসময় যেন কাটছেই না। কলংকের নতুন নতুন অধ্যায় যোগ হচ্ছে। এবার "নায়ক" শোয়েব আকতার।
ইংল্যান্ড সফরে পাকিস্তানের খেলোয়াড়দের দিকে একের পর এক ছুটে যাচ্ছে অভিযোগের তীর। লর্ডস টেস্টে সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগের পর এবার শোয়েব আকতারের দিকেও উঠেছে অভিযোগের আঙুল।
তবে ম্যাচ গড়াপেটায় নয়, বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে এই পাকিস্তানি ফাস্ট বোলারের বিরুদ্ধে।
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে শোয়েব আকতার বল টেম্পারিং করেছেন—এ অভিযোগ করে রিপোর্ট করেছে ব্রিটিশ দৈনিক দ্য ডেইলি মেইল। আজ বৃহস্পতিবার ডেইলি মেইলের রিপোর্টে বলা হয়েছে, ‘ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে শোয়েব আকতারকে অনেকবারই দেখা গেছে বলের সিমে বাঁ হাতের বুড়ো আঙুল চালাতে। ’ ৪১তম ওভারে পল কলিংউডকে বল করার আগে বল টেম্পারিংয়ের সময় ক্যামেরাবন্দীও হয়েছেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’।
শোয়েবের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ অবশ্য নতুন নয়।
এর আগেও বেশ কয়েকবার বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। চার বছর আগে ইংল্যান্ড সফরেই বল টেম্পারিংয়ের সময় ধরা পড়েছিলেন তিনি। শ্রীলঙ্কায় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে বল টেম্পারিংয়ের জন্য শোয়েবকে দুই ম্যাচের জন্য বহিষ্কার করা হয়েছিল। টাইমস অব ইন্ডিয়া
তথ্য সুত্রঃ দৈনিক প্রথম আলো ২৩ সেপ্টেম্বর, ২০১০
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।