আমাদের কথা খুঁজে নিন

   

টিভিতে গরুর মাংস দেখলে...........



ফ্রিজের গরুতো (উহার মাংস) শেষ। বাজার থেকে আনতেও ভ্য় হ্য়। সমস্যা হলো গরুর মাংস আমার খুব প্রিয় একটা খাবার। অনেক খানে দেখি আনথ্রাকস মাংস এর অ্যাড শোভা পাচ্ছে। কি যে করি ।

টিভিতে গরুর মাংস দেখলে জিভে জল চলে আশে। যাই হোক আপনারা সাবধান থাকবেন, সঠিক টা জানবেন। অপরকেও জানাবেন। যেমন- দুধে সমস্যা নাই, প্রেসার কুকারে অনেক ক্ষন রান্না করলে এর কিছুই থাকে না, কাটাকাটির সময় হাতে পলেথিন ইউজ করতে পারেন ইত্যাদি। বিদ্র- আনথ্রাকস সম্পরকে জানুন আমার ভাঙা চোড়া ওয়েব থেকে।

ইদানিং আমার সাইটের এ পাতাটাতে অনেক ভিজিটর পাচ্ছি। Anthrax Thank you

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।