আমাদের কথা খুঁজে নিন

   

মডারেটরদের মনে করিয়ে দিতে চাই যে নীতিমালার ৩ঞ তে কিছু কথা আছে......

'কিছু মাতাল হাওয়ার দল... শুনে ঝড়ো সময়ের গান... এখানেই শুরু হোক রোজকার রূপকথা... / কিছু বিষাদ হোক পাখি... নগরীর নোনা ধরা দেয়ালে কাঁচ পোকা সারি সারি... নির্বান নির্বান ডেকে যায়...'

;; ;; ৩ঞ. বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ বা অর্থহীন পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে । নীতিমালার এই উপরের এই অংশটি দেখুন আর নিচের স্কিনশটগুলো দেখুন। তাছাড়া এই পোস্টে কবিরাজ শরীফুল ইসলাম নামের একজন সরাসরি প্রশ্ন তুললেন, দেশ স্বাধীন কেডা কয় ? আগে দেশ স্বাধীন কইরা ল, তারপর লাফাইস। মডারেটরদের বেশি কিছু বলার নেই। শুধু বলবো ৩ঞ এর কথাগুলো আর এই কমেন্ট গুলা একই ব্লগিং প্লাটফর্মে পাশাপাশি থাকে কি করে? এই ৩ঞ এর নীতিমালা যদি থাকে তাহলে এইসব কমেন্ট করা ব্লগাররা ব্লগিং করে কোন যুক্তিতে? আর এই এই কমেন্ট করা ব্লগাররা যাদি বহাল তবিয়তে ব্লগিং করতে পারে তাহলে ৩ঞ এর এই নীতিমালা থাকে কি যুক্তিতে। বাংলাদেশে থেকে বাংলা ভাষার একটা ব্লগিং প্লাটফর্ম পরিচালনা করছেন। সেটাতেই আপনাদের চোখের সামনে প্রতিদিন বাংলাদেশকে অপমান করা হচ্ছে। আর আপনারা লায় দিচ্ছেন। এই অধিকার আপনাদের কে দিয়েছে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.