স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা থেকে আসলাম মাত্র । সেখানের অফিসের একজনের সাথে কথা বলে যা বুঝলাম, তারা এখন ভালো রকমের অসহায় । বিল্ডিং নিয়ে যে গেঞ্জাম, সেটায় এখন স্টে অর্ডার দিসে । আইনত তারা ঠিক আছে । কিন্তু, তাদের ভয়, ৬০০ কোটি টাকার জন্য হয়তো আরও কোটি খানেক টাকা দিয়ে আইনের মাইঙ্গার চিপায় ফেলে দিতে পারে কমিটি ।
মন্ত্রনালয়ের সাহায্য দরকার। কিন্তু তাদের হাত অতো লম্বা না । মন্ত্রনালয় পর্যন্ত যাওয়ার ক্ষমতা আছে বর্তমান করাপ্টেড কমিটির । প্রিন্ট মিডিয়াতে এসেছে নিউজগুলা । লালবাগ থানার ওসির সাথে কথা হল ।
তাকে অনেক আন্তরিক মনে হল ব্যাপারটা নিয়ে । যদিও দুর্নীতি বা কমিটির ব্যাপারে কিছু বলে নাই । শুধু খাবারের বেবস্থা করতে বলল আপাতত । সমাজকল্যাণ মন্ত্রনালয় এর দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে বারবার । বেশ কিছু ঘাপলা আছে এখানে ।
কমিটির সভাপতি খাজা জাকি আহসানুল্লাহ এবং সম্পাদক মোঃ আনিসুর রহমান প্রতিষ্ঠানের গঠনতন্ত্র মডিফাই করে প্রতিষ্ঠানকে নিজের সম্পত্তি করে নিয়েছে । যেমনঃ
** আজীবন সদস্য ফি আগে ছিল ২০০০ টাকা । কিন্তু কমিটি তা বে-আইনি ভাবে বাড়িয়ে করেছে ২০০০০০ টাকা । এখন বলেন, কয়জন মানুষ ২০০০০০ টাকা দিয়ে সদস্য হতে আসবে ?
গঠনতন্ত্র অনুযায়ী আজীবন সদস্যদের ভেতর থেকে কমিটি নির্বাচন হবে এবং আজীবন সদস্যরাই সরাসরি ভোট প্রদান করবে ।
** বর্তমান সভাপতি মৃত্যুর পূর্ব পর্যন্ত যাতে সভাপতি থাকতে পারে,সেই ধারা যোগ করা হয়েছে (!)
এছারা আরও কিছু সংশোধনী আনা হয়েছে, যেগুলো দিয়ে তারা তাদের পদ স্থায়ী করেছে ।
মুলত, সমাজকল্যাণ মন্ত্রনালয়ের দ্রুত পদক্ষেপ কামনা করছেন তারা । সাথে তারা সকল সাংবাদিক ভাই বোনদের এগিয়ে আসার জন্য অনুরধ করেছেন । আর, বেঁচে থাকার জন্য খাদ্য তো লাগবেই ।
প্রিন্ট মিডিয়ায় নিউজ আসলেও, ইলেক্ট্রনিক্স মিডিয়ায় এখনো কোন নিউজ আসে নাই ।
আমি AIUB SHOMOY CLUB, Jononi Social Welfare Foundation এবং Light Of Life এর পক্ষ থেকে হয়তো কিছু খাদ্য সহায়তা করবো দুই এক দিনের ভেতর ।
কিন্তু, মূল সাহায্য করতে পারবেন উচ্চ পদস্থ কেউ, যিনি মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করতে পারবেন । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।