আমাদের কথা খুঁজে নিন

   

বরখাস্ত হলেন মানচিনি

এক বিবৃতিতে ম্যান সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, “ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব দুঃখের সঙ্গে ঘোষণা করছে যে, কোচের দায়িত্ব থেকে রবার্তো মানচিনিকে অব্যাহতি দেয়া হয়েছে।” এ মৌসুমে একটানা ব্যর্থতার জন্যই ক্লাবটির এমন কঠিন সিদ্ধান্ত। বিশ্বের অন্যতম ধনী ক্লাব হলেও এবার টানা দ্বিতীয় বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে ম্যান সিটিকে। এরপর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা হাতছাড়া করেছে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে। শেষ আশা এফএ কাপেও ব্যর্থ। গত শনিবার এফএ কাপের ফাইনালে ইংলিশ লিগ থেকে অবনমনের শঙ্কায় থাকা উইগান অ্যাথলেটিকের কাছে হেরে যাওয়ার পর ম্যান সিটি কর্তৃপক্ষ আর ধৈর্্য ধরতে পারেনি, বিদায় করে দিয়েছে ২০০৯ সালের ডিসেম্বরে দায়িত্ব নেয়া মানচিনিকে। এবার ব্যর্থ হলেও গত মৌসুমে ৪৪ বছর পর ম্যান সিটিকে ইংলিশ লিগের শিরোপা এনে দিয়েছিলেন মানচিনি। ২০১০-১১ মৌসুমের এফএ কাপ এবং এ মৌসুমের শুরুতে কমিউনিটি শিল্ডেও চ্যাম্পিয়ন হয়েছিল ‘সিটি’ নামে পরিচিত ক্লাবটি। কিন্তু মৌসুমের শেষ প্রান্তে এসে ব্যর্থতার বোঝা মাথায় নিয়ে চাকরি হারাতে হল ৪৮ বছর বয়সী মানচিনিকে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।