আমাদের কথা খুঁজে নিন

   

শতবর্ষী বৃক্ষটি আর থাকবে না

সম্প্রতি এক দরপত্রের মাধ্যমে ৭৪টি গাছ বিক্রি করা হয় নয় লাখ টাকায়।
শহরের পাগলামিয়া সড়ক থেকে দাউদপুর ব্রিজ পর্যন্ত সড়কের উভয়পাশে রয়েছে মেহগনি, শীল কড়ইসহ বিভিন্ন প্রজাতির জীবিত গাছ।
জেলা পরিষদ প্রশাসক ও ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজ আহম্মদ চৌধুরী জানান, শহরের পাগলামিয়া সড়ক থেকে দাউদপুর ব্রিজ পর্যন্ত উভয়পাশের বিভিন্ন জাতের জীবিত ৭৪টি গাছ নিলামে বিক্রির দরপত্র আহবান করা হয় গত ১১ এপ্রিল।
গত ৭ মে মঙ্গলবার ২২টি দরপত্র জমা পড়ে। এরপর প্রিতম ফার্নিচার, ফারুক ও রিয়াদসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তি গাছগুলো নয় লাখ টাকায় কিনে নেয়।  
আজিজ আহম্মদ চৌধুরী আরো বলেন, শহরের সৌন্দর্য বর্ধণ, সড়ক সম্প্রসারণের জন্য গাছগুলো দরপত্র এবং বন বিভাগের মূল্য নির্ধারণের মাধ্যমে বিক্রি করা হয়েছে।
ফেনী জেলা বন কর্মকর্তা গোলাম মাওলা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.