আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের লক্ষ্য ষষ্ঠ স্থান

২৪ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এই প্রতিযোগিতার ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী ভারত, দক্ষিণ কোরিয়া ও ওমান। ২৫ অগাস্ট বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। ২৭ অগাস্ট ওমান এবং ২৮ অগাস্ট ভারতের সঙ্গে লড়াই। ‘এ’ গ্রুপের চার দল পাকিস্তান, চীন, জাপান ও স্বাগতিক মালয়শিয়া। কঠিন গ্রুপে পড়লেও ভালো করার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ দলের কোচ নাভিদ আলম।

সোমবার বাংলাদেশ বিমানবাহিনীর ফ্যালকন হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের এই কোচ বলেন, “আমরা কঠিন গ্রুপে পড়েছি। আমাদের গ্রুপে দক্ষিণ কোরিয়া ও ভারতের মতো দুই শক্তিশালী দল আছে। তারপরও আমি আশাবাদী। আমার দৃঢ় বিশ্বাস, আমরা ষষ্ঠ হয়ে ফিরতে পারবো। ” “দলের প্রস্তুতি ভালো হয়েছে।

আশা করি কোরিয়া ও ভারতের সঙ্গে ড্র এবং ওমানের বিপক্ষে বড় ব্যবধানে জিততে পারবো। ” প্রস্তুতি নিয়ে অধিনায়ক মামুনুর রহমান চয়নও সন্তুষ্ট। তিনি বলেন, “নতুন কোচের অধীনে আমাদের প্রস্তুতি ভালোই হয়েছে। ছেলেদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। এই টুর্নামেন্টে আমরা সবাইকে চমকে দেয়ার মতো কিছু করেও ফেলতে পারি।

” হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল ইনামুল বারী বলেন, “আশা করি এই টুর্নামেন্ট থেকে ছেলেরা দেশের জন্য ভালো ফল বয়ে আনবে, আন্তর্জাতিক হকিতে আমাদের দলকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবে। ” বাংলাদেশ দল: জাহিদ হোসেন, অসীম কুমার গোপ, মশিউর রহমান বিপ্লব, মামুনুর রহমান চয়ন, ইমরান হাসান পিন্টু, তাপস বর্মণ, খোরশেদুর রহমান, সাব্বির হোসেন, এএইচএম কামরুজ্জামান, রাসেল মাহমুদ জিমি, সাহান জোবায়ের, কৃষ্ণ কুমার দাস, মইনুল ইসলাম, রোকনুজ্জামান, পুস্কর খীসা মিমো, আব্দুল মালেক, রোমান সরকার ও ফরহাদ আহমেদ।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.