এলোমেলো ভাবনা সারাক্ষণ মনকে আচ্ছন্ন করে রাখে
ফ্রান্সের লেখক ডঃ ক্রিস্টোফি জাফ্রেলট বলেছেন, দেশে সাম্প্রদায়িক শক্রতা তৈরী করার জন্য রাজিব গান্ধী পরোক্ষভাবে বাবরি মসজিদ ধ্বংসের সাথে জড়িতে হয়েছিলেন। তিনিই হিন্দুদেরকে মুসলমানদের বিরুদ্ধে এবং মুসলমানদের হিন্দুদের বিরুদ্ধে লাগানোর জন্য নানান খেলা খেলেছেন। তার লেখা বই‘রিলিজিয়ন, কাস্ট এন্ড পলিটিকস ইন ইন্ডিয়া’ নামক বইটির উদ্ধোধনী অনষ্ঠানে জাফ্রেলট বলেন, ’মুসলমানরাও যে ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ তা তাদেরকে বোঝানোর এখনই সময়। তাদের মন থেকে ভয় দূর করতে হবে’। তিনি বলেন, ’আমি ও আমার ছাত্ররা ১২টি ভারতীয় শহরে জরিপ করেছি।
সেখানে বেশিরভাগ মুসলমানই বাবরি সসজিদ ধ্বংসের ঘটনাকে তাদের জন্য একটি টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচনা করে’। তিনি আরো বলেন,’ ২৪ সেপ্টেম্বর ভারতীয় মুসলমানদের জন্য আরো একটি টার্নিং পয়েন্ট হিসেবে আসবে। কারণ এদিন অযোদ্ধার দ্বন্দ্ব নিয়ে আদালতে রায় আসবে’। তিনি আশা করছেন ,’এই রায়ের মধ্য দিয়ে দেশটির মুসলমানরা মূলধারায় ফিরে আসবে’।
আমি রাজিব গান্ধীকে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে শ্রদ্ধা করি।
তার মাতা ইন্দিরা গান্ধীর রাজনৈতিক এবং কুটনৈতিক বিষয়গুলোকে ভীষণভাবে ভাললাগতো। আমি কখনোই কল্পনাই করি নাই রাজিব গান্ধী এহেন কাজ করতে পারে। রাজনৈতিক ফয়দা আদায়ের কারণে মানুষ কত কিছুই না করতে পারে।
প্রতিটি দেশে কোন না কোন ধর্মের মানুষ সংখ্যায় তুলনামূলকভাবে কম। সেই দেশের রাজনৈতিক নেতারা তাদেরকে বিভিন্নভাবে ব্যবহার করে।
এতে তাদের অধিকার যেমন ক্ষুন্ন হয় ঠিক তেমনি দেশও অনেকখানি পিছিয়ে যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।