আমাদের কথা খুঁজে নিন

   

বাবরি মসজিদ ধ্বংসের জন্য বাজপেয়িও দায়ী



ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা তদন্তে গঠিত লিবারহান কমিশনের প্রতিবেদনে সে দেশের সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারীবাজপেয়িসহ প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শীর্ষস্থানীয় নেতাদের অভিযুক্ত করা হয়েছে। গতকাল সোমবার লিবারহান কমিশনের প্রতিবেদনের এ তথ্য ভারতের বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়। স্পর্শকাতর এই প্রতিবেদনের তথ্য সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ায় গতকাল ভারতের পার্লামেন্টে হইচই করেন বিজেপির বিক্ষুব্ধ আইনপ্রণেতারা। তাঁদের চাপে অধিবেশন দু-দুবার মুলতবি ঘোষণা করা হয়। প্রতিবেদনে যাঁদের অভিযুক্ত করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন বাজপেয়ি ছাড়াও রয়েছেন বিজেপি নেতা এল কে আদভানি, বিজেপির সাবেক সভাপতি মুরলি মনোহর জোশি, উমা ভারতী, বিনয় কাটিয়ার, বিশ্ব হিন্দু পরিষদের অশোক সিংঘাল ও গিরিরাজ কিশোর।

কমিশনের ৯০০ পৃষ্ঠার ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাবরি মসজিদ রক্ষায় ওই সময়ের সরকার, রাজনৈতিক নেতারা ও প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। বাবরি মসজিদ ধ্বংসের ঘটনাকে জাতীয় ইতিহাসে ‘অন্যতম ঘৃণ্য’ কাজ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, মসজিদ ধ্বংসের ঘটনাটি পরিকল্পিত ছিল এবং এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে বিজেপির নেতারা এ ব্যাপারে জানতেন না বা তাঁরা নিরপরাধ। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ১৬ শতকে নির্মিত ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস করে উগ্রপন্থী হিন্দুরা। মসজিদটি ধ্বংসের ১০ দিন পর ওই ঘটনার তদন্তে সুপ্রিম কোর্টের অসরপ্রাপ্ত বিচারপতি এম.এস লিবারহানকে প্রধান করে ‘লিবারহান কমিশন’ গঠন করা হয়।

দীর্ঘ ১৭ বছর পর চলতি বছরের ৩০ জুন কমিশন তাদের প্রতিবেদন জমা দেয়। তবে ভারত সরকার ওই প্রতিবেদন এখনো জনসমক্ষে প্রকাশ করেনি। জনসমক্ষে প্রকাশ করার আগে প্রতিবেদনের এসব তথ্য যাচাই করা হবে। প্রতিবেদনটি পার্লামেন্টের অধিবেশনে উপস্থাপন করার কথা। এ ব্যাপারে বিচারক লিবারহান বলেন, ‘আমার মুখ বন্ধ।

আমি প্রতিবেদনটি নিয়ে কাউকে কোনো তথ্য দিইনি। ’ ১৯৯০ সালে এল কে আদভানি ওই মসজিদটি ভাঙার পক্ষে সমর্থন আদায়ের জন্য প্রচার চালিয়েছিলেন। উগ্রপন্থী হিন্দুদের দাবি, অযোধ্যায় যেখানে বাবরি মসজিদ ছিল, সেখানে আগে একটি মন্দির ছিল এবং ওই স্থানটি হিন্দু দেবতা রামের জন্মস্থান। এদিকে প্রতিবেদনটি নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিক্রিয়ায় অভিযুক্ত বিজেপির নেতা আদভানি বলেন, ‘আমি এ ধরনের অভিযোগ মোকাবিলা করার জন্য প্রস্তুত। ’ বাজপেয়ির মতো নেতাকে অভিযুক্ত করার ঘটনায় বিস্মিত হয়েছেন উল্লেখ করে তিনি পার্লামেন্টের চলতি অধিবেশনেই প্রতিবেদনটিকে আলোচনায় আনার দাবি জানান।

এ ছাড়া গোপনীয় এই প্রতিবেদনের তথ্য কীভাবে সংবাদমাধ্যমের কাছে গেল, তা নিয়ে প্রশ্ন তুলেছে অন্যান্য বিরোধী দল। বিরোধী দল সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদব এ ঘটনায় সরকারকে অভিযুক্ত করে তদন্ত দাবি করেছেন। বিজেপির মুখপাত্র রাজীব প্রতাপ রুডি অভিযোগ করেছেন, ক্ষমতাসীন দল সুনির্দিষ্টভাবে এসব তথ্য ফাঁস করেছে। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে লিবারহান কমিশনের একটি কপিই রয়েছে। তা নিরাপদে রাখা হয়েছে এবং এ বিষয়ে মন্ত্রণালয়ের কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

সংবাদপত্রের প্রতিবেদনকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেন তিনি। ক্ষমতাসীন দল কংগ্রেসের মুখপাত্র অভিষেক মানু সিংভি বলেন, ‘জনসমক্ষে প্রকাশিত হয়নি এমন প্রতিবেদন নিয়ে আমরা কোনো মন্তব্য করতে পারি না। তবে একটি বিষয় পরিষ্কার, ১৭ বছর ধরে দেশবাসী জানে, কারা বাবরি মসজিদ ধ্বংসের সময় নেতৃত্ব দিয়েছিলেন। ’ এনডিটিভি, এএফপি, টাইমস অব ইন্ডিয়া।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.