আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধু ঢাকা ছাড়তে চায়...

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

বন্ধু ফোন দিয়া কয় তোমাদের রাজশাহীতে সিটিসেল জুম এর স্পীড কেমন? আমি কই, খুব সুবিধার না। জিপি দিয়া ঠেকার কাম চালাই। বাংলা লায়নের লাইন নিমু ভাবতেছি। তা হঠাত আমাগো নেটের খোজ খবর নেও কেন? ঘটনা কি? বন্ধু কয়, আর ঢাকা থাকুম না। আমি কই, বাড়ীতে কি গ্যাঞ্জাম ট্যাঞ্জাম কিছু হইছে? বন্ধু কয়, না পুরা ফ্যামিলি যামু গা।

আমি কই, ঝাইড়া কাশো। বন্ধু কয়, ঢাকাতে থাকা এখন খুব রিস্কি। বিশেষ কইরা ভুমিকম্পের জন্য। তাই পুরা পরিবার ঢাকা ছাড়তে রাজি হইছে। বন্ধু যেহেতু আউটসোর্সিং করে কাজেই দুনিয়ার এক জায়গাতে থাকলেই হইলো, নেট+বিদ্যুত পাইলেই হইলো।

৬-৭ মাত্রার ভুমিকম্প ঢাকাকে কোথায় নিয়ে যাবে ভাবতেও ভয় লাগে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.