We Are For All !
প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা এবং পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই। গাছ আমাদের পরম বন্ধু- এটা বলার অপেক্ষা রাখে না। জনপ্রিয় একটি স্লোগান হচ্ছে-গাছ লাগান, পরিবেশ বাঁচান। কিন্তু আমরা কজন এই কথাটি মানি? সুস্থ সবল বাংলাদেশ গড়তে সর্বাগ্রে প্রয়োজন আমাদের পরিবেশ রক্ষার। এখন যে শিশু জন্ম নিচ্ছে সে দূষণযুক্ত পরিবেশেই বেড়ে উঠছে।
আমরা বিভিন্নভাবে সেই পরিবেশ দূষন করছি। আর শিশুটি শিকার হচ্ছে সেই দূষণের। আমরা যদি এখনো সচেতন হই, দেশের জন্য সবাই মিলে সমানভাবে কাজ করি তবে একটি সুষ্ঠু পরিবেশ গড়তে পারি। আমরা যদি দুটি গাছ কাটি তবে চারটি গাছ রোপণের অভ্যাস তৈরী করতে হবে। সুস্থ সবল এবং দূষণমুক্ত বাংলাদেশের জন্য বৃক্ষরোপণের বিকল্প নেই।
আমরা সুশীতল ছায়া পাই বৃক্ষের কাছ থেকে। আমরা যে অক্সিজেন গ্রহণ করে বেঁচে আছি, সেটা বৃক্ষেরই অবদান। আমরা যে বিষাক্ত গ্যাস কার্বন-ডাই-অক্সাইড পরিত্যাগ করছি তা বৃক্ষ গ্রহণ করছে।
ঢাকা শহরে যে পরিমাণ বৃক্ষ থাকার কথা সে পরিমাণ নেই। এর প্রধান কারণ জনসংখ্যা বৃদ্ধির ফলে বসতি স্থাপনের জন্য বৃক্ষ কর্তন।
এখন যে জায়গা আছে সেখানে বিলাস বহুল অ্যাপার্টমেন্ট, শপিংমল, দোকানপাট প্রভৃতি গড়ে তোলা হচ্ছে। তার পরও বলবো- সবাই যদি সচেতন হয়ে কিছু পরিমাণও জায়গা খালি রাখি এবং সেখানে গাছ লাগাই তাহলে আমাদের ঢাকা শহরের প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকবে। বর্তমানে আমরা যে সব দুর্যোগের সম্মুখীন হচ্ছি, সেগুলোর প্রকোপ কিছুটা হলেও কমবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।