আমাদের কথা খুঁজে নিন

   

গণসংযোগে নামছে আওয়ামী লীগ

আওয়ামী লীগের ১৫টি দল আগামী ১ থেকে ৭ সেপ্টেম্বর দেশব্যাপী এই প্রচার ও গণসংযোগ করবে দলের কার্যনির্বাহী সংসদের সভায় সিদ্ধান্ত হয়েছে।
রোববার রাতে গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওই সভা হয়।
সোমবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান সংবিধানের ভিত্তিতে নির্ধারিত সময়ে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সভায় ঘোষণা করা হয়েছে। কারণ সংবিধান বহির্ভূত অন্য কোনো ব্যবস্থা দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হবে না।
ধান, পাট, আলুসহ বিভিন্ন অর্থকরী ফসলের উৎপাদন ব্যয় কমাতে সহায়তার জন্য ইউরিয়া সারের দাম কমাতে সরকারের প্রতি সভায় আহ্বান জানানো হয়।


এছাড়া দলের ময়মনসিংহ জেলা শাখাকে ময়মনসিংহ উত্তর ও ময়মনসিংহ দক্ষিণ জেলা হিসেবে দুটি পৃথক সাংগঠনিক জেলায় বিভক্ত করার সিদ্ধান্ত হয়েছে সভায়।
আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফারুক খানকে বর্তমান পদের দায়িত্ব পরিবর্তন করে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন শিরীন শারমিন চৌধুরী। তিনি সম্প্রতি জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন।
এছাড়া এস এম কামাল হোসেনকে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হিসাবে কো-অপ্ট করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।


এতে বলা হয়, সভায় দেশে বিদ্যমান আর্থ-সামাজিক, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলেচনা হয়। সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডও সভায় আলোচিত হয়েছে।
এছাড়া বিগত সাড়ে চার বছর আন্দোলনের নামে বিএনপি-জামায়াত জোটের হত্যা, সন্ত্রাস, হরতাল, নৈরাজ্য, ধর্মীয় সংখ্যালঘুদের উপাসনালয় ও বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও অস্থিতিশীলতা সৃষ্টির ধ্বংসাত্মক তৎপরতা মোকাবিলা করেই মহাজোট সরকারকে অগ্রসর হতে হয়েছে বলে সভায় অবহিত করা হয়।
আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সভা থেকে ‘রাষ্ট্র ও সমাজ জীবনে বিপুল সাফল্য ও অভূতপূর্ব আর্থ-সামাজিক-সাংস্কৃতিক উন্নয়নের জন্য’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়।
“সভা দৃঢ়তার সঙ্গে অভিমত প্রকাশ করে উন্নয়ন, গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনায় রাষ্ট্র পরিচালনার যে ধারা সূচিত হয়েছে জাতীয় স্বার্থে তার ধারাবাহিকতা রক্ষা করতে হবে।


“অতীতে অসাংবিধানিক ধারায় ক্ষমতা দখল ও গণতন্ত্রের বিরুদ্ধে যে ষড়যন্ত্র বিএনপি-জামায়াত চক্র পরিচালনা করেছে যে কোন মূল্যে দেশবাসীকে সাথে নিয়ে তার পুণরাবৃত্তি রোধ করা হবে। ”
নির্বাচন কমিশন ও দুদকের ক্ষমতা বৃদ্ধি, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, কার্যকর মানবাধিকার কমিশন গঠন এবং ক্ষমতার বিকেন্দ্রীয়করণের লক্ষে উপজেলা পরিষদের হাতে ১৭টি মন্ত্রণালয়ভিত্তিক ক্ষমতা হস্তান্তর করা হয়েছে বলে সভায় অভিহিত করা হয়।
বর্তমান সরকারের সময়ে ছয় হাজারের বেশি নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে সভায় বলা হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনও সাংবিধানিক সরকারের অধীনেই অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।
সভা থেকে বিএনপি-জামায়াতসহ সাম্প্রদায়িক শক্তির ষড়যন্ত্র ও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্তের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।
পাশাপাশি মুক্তিযুদ্ধের পক্ষের সকল অসাম্প্রদায়িক শক্তিসহ সর্বস্তরের শ্রেণিপেশার মানুষ ও সংগঠনকে শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে জয়ের লক্ষ্যে সুদৃঢ় ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।


একইসঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ এবং সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠন, নেতাকর্মী এবং সমর্থকদের ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক ও সাংগঠনিক প্রস্তুতি নেয়ার আহ্বান জানানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।