আজকাল মশার কয়েল দিয়ে যেমন মশা মরে না ঠিক তেমনি আমার ব্লগিং দিয়ে এই দেশের কোনো উপকার হবে না :D ওরা জামাত-শিবির, ওরা ধর্মব্যবসায়ী, ওরা ভন্ড...... ১) সর্বডানের লোকটির পায়ের নিচে "আল্লাহ, মুহাম্মদ" লেখা। দাঁড়ানো অবস্থায় লেখাটা পায়ের সাথে লাগানো হলেও যখন সিজদাহ দিবে এবং সালাম ফিরানোর জন্য বসবে তখন লেখাটা নিশ্চিতভাবেই পায়ের নিচে চলে আসবে। "আল্লাহ ও মুহাম্মদ" লেখাকে পায়ের নিচে রেখে এ কেমন নামায? ২) ওরা আল্লাহকে সিজদাহ করছে না, সিজদাহ করছে এক সারি জুতাকে। জুতা সামনে রেখে এ কেমন নামায? ৩) বাংলাদেশে মসজিদের অভাব নেই। মসজিদে না গিয়ে এক জন নারীর ডাকা গণসংযোগে লোকদেখানো এ কেমন নামায?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।