আমাদের কথা খুঁজে নিন

   

ঢিলেঢালা হরতাল, নেতাকর্মীরা ব্যস্ত গণসংযোগে

বুধবার সকালে হরতালের পক্ষে দুটি মিছিল হলেও কাউকে পিকেটিং করতে দেখা যায়নি। কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।
এদিকে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন গণসংযোগে।
হরতালের সকাল থেকেই নগরীতে রিকশা ও অটোরিকশা চলছে স্বাভাবিক নিয়মে। অভ্যন্তরীণ রুটের সব লঞ্চ ছেড়েছে নির্ধারিত সময়ে।


তবে, অভ্যন্তরীণ কয়েকটি রুটে বাস চলচল করলেও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।
মহনগর বিএনপি নেতা মনিরুজ্জামান ফারুক জানান, হরতালের সমর্থনে সকাল পৌনে ৮টায় মহানগর বিএনপি মিছিল করেছে।
মিছিলটি নগরীর নাজিরের পুল এলাকা থেকে শুরু হয়ে সদর রোড অশ্বিনী কুমার টাউন হলের সামনে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মহানগর বিএনপির সভাপতি মজিবুর রহমান সরোয়ার।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক নূরুল ইসলাম রাজু জানান, সকাল সাড়ে ৯টায় একটি মিছিল সরকারি বরিশাল কলেজ এলাকা থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।


পরে অশ্বিনী কুমার টাউন হলের সামনে গিয়ে শেষ হয়।
বিএনপি নেতা আলী হায়দার বাবুল বলেন, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী রয়েছে।
তাই হরতালের কর্মসূচি পালনের পরপরই মজিবুর রহমান সরোয়ারসহ সব নেতাকর্মীরা গনসংযোগে ব্যাস্ত সময় কাটাচ্ছেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।