আমাদের দেশে এক দল সবসময় ব্যস্ত আরেকদলের সাথে হানাহানিতে। হানাহানি করার কোন ক্ষেত্র না পেলে তৈরী করতেও সময় লাগেনা।
পানি ঘোলা করে মাছ শিকার আর কি!
"ব্যাঘ্র বলিল, ভেড়া তুমি আমার পানি কেন ঘোলা করিয়াছ? অতএব মৃত্যুর জন্য প্রস্তুত হও। ভেড়া বলিল আমি তো স্রোতের উজানে। আমি কি করিয়া ঘোলা করিব?
ব্যাঘ্র বলিল, তুমি ঘোলা না করিলে তবে গতকল্য তোমার পিতা ঘোলা করিয়াছিল।
অতএব যেভাবেই হোক, তোমাকে আক্রমণ করিব। অতঃপর ব্যাঘ্র আক্রমণ করিল। "
আমাদের দেশের রাজনীতি হলো এরূপ। পানি ঘোলা কর, আর আক্রমণ কর।
আর উন্নত দেশের রাজনীতি হলো, মিলে মিশে কাজ করো।
দেশের উন্নয়ন ঘটাও। বিরোধী দলে থাকিলে সরকারকে সহযোগিতা কর, আর সরকারী দলে থাকিলে বিরোধিতাকে সাদরে আহবান করো। একজনের ভুলত্রুটি আরেকজন ধরিয়ে দাও।
আর এভাবেই দেশের মানুষ আশা করা যায় অশান্তির দুর্যোগময় দিনগুলো থেকে পরিত্রাণ পাবে। কোন হরতাল নয়, গুলি নয়, বোমা নয়, রাজবন্দী নয়।
শান্তিই এখন কাম্য এখন এদেশের জনগণের। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।