আমাদের কথা খুঁজে নিন

   

চু+শীল নিকের যন্ত্রণা

//
ব্লগটাকে আমি আনন্দের জন্য ব্যবহার করি। তাই প্রথম থেকেই নিয়েছিলাম বেশ কিছু নিক। তবে যতগুলো নিক খুলেছি বা চালিয়েছি তার মাঝে সুশীল নিক চালাতেই কষ্ট পেতে হয়েছে সবচেয়ে বেশী। সুশীল নিক চালাতে গিয়ে আমার বেশ কিছু মজার অভিজ্ঞতা হয়েছে আসুন তা দেখি। প্রথম দেইখা লন চুষীল নিক আর সাধারন নিকের পার্থক্য।

মানদন্ড-- চুষীল নিক প্লাস মাইনাস--- মাইনাস দেওয়া চলবে না ঝামেলা আছে এমন পোস্টেই যাওয়া যাবে না। কমেন্ট---- পজেটিভ কমেন্ট করতে হবে শুধু এবং তা খাটি তেল সহকারে। মেরুদন্ড----- কেউ আপনাকে গালি দিলেও উত্তরে কিছু বলা যাবে না একান্ত মন চাইলে বলবেন জী জনাব ধন্যবাদ। ব্যবহারে বংশের পরিচয়। পোস্ট প্রসব------ সপ্তাহে একটা সর্বোচ্চ।

মডারেশন স্টাটাস------ সবসময় সেফ। তাপমাত্রা--------- ব্লগে যতই উত্তাপ চলুক তাতে আপনার শরীর গরম হলে চলবে না। বরং স্টীলের জ্যাকেট পরে চুপচাপ আপনার ব্লগে বসে থাকবেন। মানদন্ড-- সাধারন নিক প্লাস মাইনাস---ইচ্ছামত মাইনাস দিবেন নো প্রবলেম। কমেন্ট----ইচ্ছামত পচান কোনো সমস্যা নাই।

মেরুদন্ড-----কেউ যদি আপনাকে কুত্তা বলে তবে আপনি আরও দশটা বিশটা উপাধি সহকারে গালি দিতে পারবেন। পোস্ট প্রসব------ ঘন্টায় একটা দিলেও সমস্যা নাই। মডারেশন স্টাটাস------ জেনারেল ত সাধারন ব্যান হওয়াটাই প্রায়ই ঘটতে পারে। তাপমাত্রা--------- হই শব্দ উঠলেই রই রই করে লাফানো শুরু করতে পারবেন নোপি। এবার আসেন নিক খুলা নিয়ে।

চুষীল নিক নিজের নামেই খুললে ভাল হয় ছদ্মনামে খুলা যায় তবে চুষীল জগতে লুকাছাপাটা ঠিক গ্রহনযোগ্য নয়। সেফ হওয়ার পর থেকে আমজনতা সহ সকল শ্রেনীর ব্লগারকে তেলানো শুরু করতে হবে। সকালে দাদা সুপ্রভাত, দুপুরে গুড আফটারনুন, লাঞ্চ হয়েছে? রাতে শুভরাত্রি বলতে হবে পোস্টে পোস্টে গিয়ে। তারপরের যন্ত্রনাটিই হল সবচেয়ে কষ্টের। লিংকধারী অজস্র বন্ধুদের ছাইপাশ কবিতা বা গল্প পড়ে সুন্দর করে করতে হবে কমেন্টস তাও এক পোস্টে একাধিক।

অথচ এসব ফালতু গল্প বা কবিতা পড়লে বেশীরভাগ সময়ই মেজাজ আগুনের মত হয়ে যেত। কষ্টের কথা হল যত হাঙ্গামাই ব্লগে চলুক না কেন চুপচাপ থাকাটা। একবার আমার সুশীল নিক থেকে করা এক পোস্টে আমারই ছাগু নিকটা এক উল্টাপাল্টা কমেন্ট করল। তারপর আরেক ভাদা এসে দিল গালি। কিন্তু আমার সুশীল নিক চুপচাপ।

শুধু একটি কথা মুখে, ভাই আপনারা এমন করছেন কেন? এত কষ্ট কোথায় রাখি। তাই আর যাই করি না করি সুশীল নিক আর চালাব না। কানে ধরে উঠবস করেছি বহুআগেই।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।