আমাদের কথা খুঁজে নিন

   

একটি অতি 'চুশীল' পোস্ট

আত্মনির্ভরশীল,দুর্নীতি-স্বজনপ্রীতি মুক্ত একটি শিল্পোন্নত আধুনিক সুশিক্ষিত বাংলাদেশ আমরা তরুনরাই গড়ে তুলতে পারি। আর সে জন্য দরকার রাজনৈতিক স্থিতিশীলতা। ব্লগার রাজীবের নির্মম হত্যাকান্ডের পর অনেককেই তার নাস্তিক পরিচয় ও ইসলাম কে ব্যঙ্গ করাকে সামনে নিয়ে এসে খুনটা কে বৈধতা দেবার চেষ্টা করছে। যদি একারণেই করা হয় ত এতদিনে কেন?ঠিক এইসময়ে কারা করেছে এটা সবাই বুঝে। এটা যে নিজেদের পায়ে কুড়াল মারা হয়েছে তারা কি এটা বুঝে না? আন্দোলন এখন আরো কয়েক গুণ দুর্বার ও শক্তিশালী হয়েছে।

এই আন্দোলন দাবী আদায় না করে ঘরে ফিরবে না... এদিকে প্রধাণ মন্ত্রী রাজীব হত্যাকারিদের বিচারের দাবীতে সোচ্চার। ভাল কথা। কিন্তু বিশ্বজিত কে যখন খুন করা হল তখন তিনি কোথায় ছিলেন?কেন এই একচোখা নীতি?যেই দলটি গত চার বছরে কেবল খারাপ ঘটনার জন্যই খবর হয়েছে তারা কেবল সরকারপন্থী হবার জন্যই সাত খুন মাফ?আর কেবল বড় গুলা না,চুনাপুঁটি,আওয়ামিলীগকরা সব রাজাকারদেরও আঈনের আওতায় আনতে হবে। তবে,সরকার যদি ভাবে এই গণজোয়ারে তাদের এই আমলের সব কুকির্তীও মানুষ ভূলে যাবে তাহলে বড় ভূল করবে। বাংলাদেশের মানুষ সহজ-সরল হতে পারে তবে এত বোকা নয়।

ভয়াবহ বিশাল সব দুর্নীতি আর অসংখ্য নিরীহ মানুষের জীবন ধ্বংস হয়েছে। মানুষ সবই মনে রাখবে। এখন সময় এসেছে নিজেকে যাচাই করে নেবার। কিসের গুরুত্ব আপনার কাছে সবচেয়ে বেশি? দেশপ্রেম নাকি ধর্ম? অতীত,বর্তমান নাকি ভবিষ্যৎ ? মানুষ যখন ঘোরের মধ্যে চলে যায় তখন বড় বড় ভূল গুলো করে। স্থির হন,বসুন,ঠান্ডা মাথায় নিজের চিন্তা ভাবনা গুলোকে গুছিয়ে নিন।

তারপর আপনার কর্তব্য স্থির করুন। দয়া করে হুজুগে গা ভাসিয়ে দিবেন না। নিজের মন,বিবেক কে জিজ্ঞেস করুন। নিজের বিবেকের কথা শুনুন। অন্যদের কথায় কিছু করে বসবেন না।

আর যখন নিজের মনের কাছে স্বচ্ছ হতে পারবেন তখন আর কারো কথাই শুনবেন না। কে আপনাকে নাস্তিক বললো আর কে ছাগু ট্যাগ দিল তা নিয়ে মাথা ঘামাবেন না। নিজের কাছে অন্তত সৎ থাকুন। অবে শেষে একটা কথা বলতে চাইঃ বাংলাদেশের সমস্যাও যেমন জনসংখ্যা আবার এই আমজনতাই এক ভয়াবহ শক্তি। আমরা শাহবাগে এর পরিচয় পাচ্ছি।

সারা পৃথিবীর টনক নড়ে গেছে। আমরা আমাদের তরুন প্রজন্মের ধৈর্য,প্রানশক্তি আর নিষ্ঠা দেখে গর্বিত। আমাদের জয় আসবেই। জয় বাংলা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.