আমাদের কথা খুঁজে নিন

   

চুশীল সাংবাদিক আর বুদ্ধিজীবীরা কই? পাহাড়ে কোন বাঙাদিলের বিরুদ্ধে বলার কোন সুযোগ পেলে যারা কাছা মাইরা নামেন তারা কই?

চুশীল সাংবাদিক আর বুদ্ধিজীবীরা কই? পাহাড়ে কোন বাঙাদিলের বিরুদ্ধে বলার কোন সুযোগ পেলে যারা কাছা মাইরা নামেন তারা কই? গত ৪ ডিসেম্বর ২০১১ইং ৫ জন বাঙালি জেলেকে অপহরণ করেছিল পাহাড়ি সন্ত্রাসীরা। আজ তাদের একজনের লাশ পাওয়া গেছে। কিন্তু দুর্ভাগ্য এই বাঙালিদের, এদেশের কোন সুশীল কিংবা কোন বুদ্ধিজীবী তাদের জন্য একটা কথা বলার দরকার মনে করেনি। অথচ একশ্রেণীর একচক্ষুওয়ালা মানুষ এই বাঙালিদের বিরুদ্ধে বলার সুযোগ পেলে মানবাধিকারের নামে মুখে ফেনা তুলে ফেলে!!! রাঙামাটির বরকলে বাঙালির লাশ উদ্ধার রাঙামাটি প্রতিনিধি বার্তা২৪ ডটনেট রাঙামাটি, ৫ জানুয়ারি: রাঙামাটির বরকল উপজেলার ইসলামপুরের কাপ্তাই হ্রদ থেকে এক বাঙালির লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ওই হ্রদে মাছ ধরতে যাওয়া জেলেরা পানিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় কমিউনিটি পুলিশকে খবর দেয়।

স্থানীয় বাসিন্দা ও বরুনাছড়ি কমিউনিটি পুলিশ কমিটির সভাপতি মকিম আলী বলেন, “বেলা এগারটার দিকে জেলেরা লাশটি পানিতে ভাসতে দেখে আমাদের খবর দেয়। লাশটির চেহারা বিকৃত, সম্ভবত কয়েকদিন আগে তাকে হত্যা করে পানিতে লাশ ভাসিয়ে দেয়া হয়েছে। ” তিনি আরো বলেন, “আমরা ধারণা করছি গত ৪ ডিসেম্বর যে পাঁচ বাঙালি জেলেকে পাহাড়ি সন্ত্রাসীরা অপহরণ করে এটি তাদেরই কারো একজনের লাশ হবে। আমরা অপহৃতদের স্বজনদের খবর দিয়েছি। তারা এলে লাশ শনাক্ত করা যাবে।

” স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জাহাঙ্গীর আলম জানান, লাশের শরীরে একটি কালো গেঞ্জি ও পরনে লুঙ্গি আছে। লাশের হাত রশি দিয়ে বাঁধা। তিনি বলেন, “আমরা বরকল থানায় খবর দিয়েছি। পুলিশ এলে পরবর্তী করণীয় ঠিক করা হবে। ” বরকল থানার দায়িত্বরত উপ পরিদর্শক মো. ইদ্রিস লাশ পাওয়ার খবরটি নিশ্চিত করে জানান, ফোর্সসহ ঘটনাস্থলের দিকে যাচ্ছি।

কিন্তু সেখানে পৌঁছাতে প্রায় তিনঘণ্টা সময় লাগবে। পৌঁছানোর পর বিস্তারিত জানাতে পারব। Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।