যারা এতোদিন গরুর মাংসের সাথে মহিষের মাংস বিক্রি করে আসছিল তারা এবার বুঝি ধরা খাইছে। এনথ্রাক্স আতঙ্কে এতোদিন মাংস বিক্রিতারা যা করছিল আজ ঠিক তার উল্লোটাই মনে হচ্ছে। আগে গরুর মাংসের সাথে মহিষের মাংস বিক্রি করলও তা ছিল সবার অজানা (অবশ্য সবাই যে এ কাজ করে তা নয়।) এখন মাংসের দোকানে "এখানে মহিষের মাংস পাওয়া যায়" - (খবর দৈনিক কালের কণ্ঠ।) এ লেখা থাকলেও তাদের মনে সন্দেহ এর সাথে গরুর মাংস মিশিয়ে দিয়েছে কি না? একই কান্ড ছাগলের মাংসের ক্ষেত্রেও হতে পারে "এখানে ভেড়ার মাংস পাওয়া যায়"।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।