আমাদের কথা খুঁজে নিন

   

ওবামার ইসলাম প্রীতি এবং ইরানকে মোকাবেলায় আমেরিকার কাছ থেকে সৌদি আরবের ৬০ বিলিয়ন মার্কিন ডলারের যুদ্ধাস্ত্র ক্রয়!!!!!

কণ্ঠস্বরের প্রতিক্ষায়...।

কোরান পোড়ানো আর গ্রাইন্ড জিরোতে মসজিদ নির্মান নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামার বক্তব্য ও অবস্থান দেখে বিস্মিত হয়েছিলাম। আমেরিকার মাটিতে ইসলাম প্রতিষ্ঠার চক্রান্তের সাথে না আবার বারাক ওবামা জড়িয়ে পড়ে!!! যাইহোক কোরান আর পোড়ানো হয়নি বটে, মসজিদ নির্মানের বিষয়েও কোন সুরাহা হয়নি। কিন্তু আরেকটি অতি জরুরী বিষয়ে সুরাহা হয়েছে। জরুরী বলছি এই কারনে যে ইসলাম প্রীতি দেখিয়ে যে বিষয়টি তিনি হাসিল করেছেন বোধ করি তা খোদ মার্কিন মুল্লুকব্যাপী ছড়িয়ে থাকা অর্থনৈতিক খরা থেকে মুক্তির দিকনির্দেশক হবে।

আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্র বিক্রির ব্যবসায়িক চুক্তি হয়েছে একটি ইসলামী দেশের সাথে যার নাম সৌদি আরব। সৌদি আরব আমেরিকার বড় বন্ধু জানতাম, কিন্তু অস্ত্রের বড় ক্রেতা এইটা জানা ছিল না। মাত্র ৬০ বিলিয়ন মার্কিন ডলারের (!!!) একটি অস্ত্র বিক্রির চুক্তি হয়েছে। যার ফলে সৌদি আরব আরেকটি ইসলামী দেশ (ইসলামী- বলতে মুসলিম বুঝানো হচ্ছে) ইরানের (আপাতত আমেরিকা-ইউরোপ-ইসরাইল ও তাদের মিত্রদের শত্রু) মোকাবেলা করতে পারবে বলে আমেরিকা ও সৌদি আরব বিশ্বাস করে। যদিও ইরানের পক্ষ থেকে সৌদি আরব কতটা যুদ্ধ ঝুঁকিতে আছে তা নিয়ে আমার পুরো সন্দেহ আছে।

এখন প্রশ্ন হল কী থাকছে এই চুক্তিতে। ৮৪ টা F-15 Fighter Jet যার সাথে অন্য ৭০ টির আরো উন্নয়ন সাধন, ৭০ টি Apache হেলিকপ্টার যার ৩৬ টি AH 6M Little Bird নামে পরিচিত, ইত্যাদি ইত্যাদি......। আমি এর কোনটারই কার্যক্ষমতা জানিনা। ভবিষ্যতে আরো চুক্তি হবে ইনশাল্লাহ...। যেটা জানি তা হলো এতে করে আমেরিকার প্রায় এক লাখ কর্মহীন মানুষের কাজের সুযোগ সৃষ্টি হবে ৪৪ টি রাজ্য জুড়ে ৫ থেকে ১০ বছরের জন্য, অর্থাৎ আগামী ১০ বছরের মধ্যে আমেরিকা এই অস্ত্র সৌদি আরবে রপ্তানী করে ইরানের বিরুদ্ধে যুদ্ধের মোকাবেলায় সৌদি আরবকে শক্তিশালী করবে।

ইরান হয়ত ভাবতে পারে তাহলে আগামী ১০ বছর অন্তত তারা আমেরিকা ও ইসরাইলের হাত থেকে নিরাপদ থাকবে...!!! (আমার বিশ্বাস হয়না) বিশেষজ্ঞদের মতে এটা বেশ বড় ধরনের আর্থিক চুক্তি যা কোন সন্দেহ ছাড়াই আমেরিকার অর্থনীতির জন্য সুসংবাদ। ইসলামই আমেরিকার অর্থনৈতিক মুক্তির পথ- শিরোনামে কেউ স্লোগান দিলে বিশ্বাস করতেই হবে!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।