আমাদের কথা খুঁজে নিন

   

লিনাক্সের প্রসারে প্রধান বাধা আমার মতামত



আমি একজন কম্পিউটার ব্যাবহারকারী। লিনাক্সের ব্যাবহারকারী হিসেবে আত্বপ্রকাশ করেছি বেশিদিন হয়নি। গতকাল আমি লিনাক্স ফোরামে লিনাক্সের প্রসার সম্পর্কে কথাবার্তা হচ্ছিল। এই আলোচনায় কিভাবে একটি গুরুত্বপূর্ন বিষয় এরিয়ে গেল তা আমার বোধগম্য নয়। আমার নিজস্ব ধারনা অনুযায়ী কম্পিউটার ব্যাবহারকারী তিন প্রকার, (১) সাধারন ব্যাবহারকারীঃ এরা কম্পিউটারে অন্ধভাবে কাজ করে নতুন কিছু শেখে না বা শেখার সুযোগ পায় না।

বর্তমানে এরকম ব্যাবহারকারীই বেশী। উদাহারনঃ মোবাইলে গান লোড করার দোকানদার, কম্পিউটার অপারেটর, টাইপিস্ট ইত্যাদি। (২) মধ্যমানের ব্যাবহারকারীঃ মধ্যমানের ব্যাবহারকারী হল আমরা যারা গিকদের অনুসরন করি। নতুন জিনিস শেখার চেষ্টা করি। সবসময় নিজেকে আপডেট রাখতে কম্পিউটারের উপর একটু হলেও পড়াশোনা করি।

আমরা সাধারন ব্যাবহারকারীদের সংপর্শে সবসময় থাকি। (৩) গিক পর্যায়ের ব্যাবহারকারীঃ এ একার ব্যাবহারকারী অত্যান্ত উচু পর্যায়ের লোক। এদের স্বভাব অত্যান্ত দুরন্ত। কোন কাজে তারা পিছে থাকতে রাজি নয়। সব শিখে ফেলতে বদ্ধপরিকর।

কঠিন মনেকরে কিছু ফেলে রাখেতে রাজি না। এনারা সাধারন ব্যাবহারকারীদের সমস্যা বুঝতে পারেন না। তারা নিজেদের মত সংগ্রামী মনে করেন সবাইকে। আমার এলাকায় অনেক কম্পিউটার ব্যাবহারকারী আছে। আমি এলাকাতে পিসি ট্রাবলসুটার হিসেবে খ্যাত যদিও জ্ঞানের সীমা খুবই স্বল্প।

আমি চাই লিনাক্স সবার মধ্যে ছড়িয়ে পরুক। কিন্তু সবাই একই চিন্তা নিয়ে থাকলেও গিকরা মনেহয় সঠিক ব্যাপারটা বুঝতে পারছেন না। হ্যা আমি ঠাট্টা করছি না। এটাই সত্যি!! আমাদের ৩ প্রকার ব্যাবহারকারীদের মধ্যে সবচেয়ে বেশি পরিমান আছে সাধারন ব্যাবহারকারীরা। আমার মনেহয় সবাই এ ব্যাপারে আমার সাথে একমত হবেন যে সাধারন ব্যাবহারকারীদের পথে আনাই আমাদের মূল উদ্দেশ্য, কারন বাকি দু প্রকার ব্যাবহারকারীরা লিনাক্সের পথে এসে গেছেন অথবা লিনাক্সের সংপর্শে এসেছেন।

আমি মধ্য পর্যায়ের ব্যাবহারকারী হয়ে লিনাক্সে আসি, কিন্তু আমার প্রথম সমস্যা হয় লিখতে। আমার জানা শুধুমাত্র বিজয় কিবোর্ড, আর কিছু জানি না। উইন্ডোজে অভ্র আমাকে সেভ করলেও লিনাক্সে কোন সফটওয়ারে নেই। সবাই বলবেন ফনেটিকের কথা। কিন্তু আর সবার মত আমিও চাই কম্পিউটারের উপর কোন চাকরি করতে।

এজন্য আমার অন্যকোন লেআউট শেখা সম্ভব নয়। আমি কিছুদিন ফনেটিকে লিখেছি যার ফলাফল উইন্ডোজে লিখতে সমস্যা। সরকারীভাবে কোন পরীক্ষায় আমাকে কোনদিনই বলবেনা তুমি কোন লেআউটে লেখা শিখেছ, সরাসরি বিজয় কিবোর্ডে বসিয়ে দেবে। এবার আসি সাধারন ব্যাবহারকারীদের ব্যাপারে। এরা অতি ভয়ংকর এদের কোন নতুন কিছু বোঝানো অতি কষ্টকর।

পারলে এদের লিনাক্সে আনার জন্য আমি নিজের পকেট থেকে টাকা দিই। শ্রম যে কত দেই তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু এরাও কোনদিনই কোন নতুন লেআউট শিখবে না। আর এদের লিনাক্সে আনতে না পারলে কোনদিনই লিনাক্স সফল হবে না। এগুলা থেকে এটা বুঝা যায় আমাদের সাধারন ব্যাবহারকারীদের লিনাক্সের উন্মূক্ত জীবনের পথে আনতে বিজয় এর কাছাকাছি কোন লেআউট তৈরি করা খুবই জরুরী।

আমাদের ফোরামগুলোতে অনেক ভাল ভাল প্রোগ্রামার আছেন। তারা কি পারেন না অভ্র এর মত কোন সফটওয়ার তৈরি করতে? আমার মত মধ্যম মানের ব্যাবহারকারীরা ভাইরাসের বিপক্ষে উইন্ডোজে মোটামুটি জিতে গেলেও সাধারন ব্যাবহারকারীরা পুরোই হেরে গেছে। আমি শেষ কবে নিজের মেশিনে উইন্ডোজ দিয়েছি ভুলে গেলেও, এই সাধারন ব্যাবহারকারীরা কোনভাবেই না ভূলে জবাব দেয় এইতো ১৫ দিন হবে। এজন্য সাধারন ব্যাবহারকারীদের পথে আনা খুবই সোজা। তাদের ভাইরাসের নিশ্চয়তা দিলেই তারা লিনাক্সের পথে আসবে, বিশেষত কম্পিউটারে যারা গান তোলে।

আর গ্রামপর্যায়ে এদের সংখা কত তা আর মনেহয় বলতে হবে না। কিন্তু এদের লিখার সমস্যা দুর করতে পারলেই এরা অনেকেই লিনাক্সে আসবে। এমন একটি সফটওয়ার তৈরি করতে প্রোগ্রামার যারা আছেন তাদের অনুরোধ করছি। শুধু অনুরোধ নয় বিনীত অনুরোধ!!! যেখানে ইউনিবিজয় লেআউট থাকবে, আ-কার, এ-কার আগে পরে দেওয়ার সিস্টেম করা যায় এরকম সুবিধা থাকবে যেমন আছে অভ্রতে, এবং নিজের মত লেআউট বানানো যাবে এরকম সুবিধা থাকবে। এটা যদি আমাদের প্রোগ্রামাররা বানাতে সক্ষম হন তাহলে আমি নিজেই অনেক লিনাক্স ব্যাবহারকারী তৈরি করতে সক্ষম হব, ইনশাল্লাহ।

লিনাক্সের প্রসার কারও গবেষনালব্ধ মতামত, পরামর্শ থাকলে এখানে প্রকাশ করুন যাতে আমরা সাধারন ব্যাবহারকারীদের লিনাক্সের মুক্ত জগতে আনতে পারি। ধন্যবাদ সবাইকে। আমার ব্লগ বিভিন্ন সফটওয়ার সম্পর্কে লিখছি আশাকরি আপনাদের ভাল লাগবে sahosblog.blogspot.com

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.