জামাত-শিবির দূরে গিয়া মর! আগের এক পোষ্টে আমার লিনাক্স প্রীতি নিয়ে লিখেছিলাম। সেই লেখা দেখে অনেক ভাই সাহায্য করতে এগিয়ে এসেছেন। মনে হয় এবার আমিও লিনাক্স ইউজার হয়ে যাব।
লিনাক্স নিয়ে সামুর এক ব্লগার মিনহাজুল হক শাওন (যিনি সামুর ডেস্কটপ নোটিফায়ার সফটওয়্যার বানিয়েছেন ) আমাকে লিনাক্সের ডিস্ক পাঠাতে চেয়েছেন।
সামান্থা, রিমি, হাবিব, এ্যাঞ্জেলিকা, মেহেদী ও ইয়ারিহশা (সবাই আমার খুবই ঘনিষ্ঠ ফ্রেন্ড ) কে পটিয়েছি ।
সবাই লিনাক্স ব্যবহার করতে রাজি ও এক্সাইটেড। যেহেতু এখন আমার সাথে ওরাও লিনাক্স ব্যবহার করবে, তাই মনে একটু জোড় পাচ্ছি। সামনে হয়ত আরো ইউজার হবে। ওপেনসোর্স রক্স.....
এখন শুধু অপেক্ষা কখন মিনহাজ ভাই ডিভিডি পাঠাবেন। আমরা সাতজন অপেক্ষায় আছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।