আমাদের কথা খুঁজে নিন

   

মোহামেডানের হকি ‘মিশন’

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ‘সাজেদ-মুনীর’ প্যানেলের পক্ষে কাউন্সিলরদের সমর্থন চান মোহামেডান ক্লাবের মহাপরিচালক লোকমান হোসেন ভূঁইয়া। মুনীর অবশ্য মেরিনার ইয়াংস ক্লাবের কাউন্সিলর। তবে মোহামেডানের কর্মকর্তাদের দাবি, মুনীর তাদেরই প্রার্থী। মোহামেডানের কাউন্সিলর সাজেদও মুনীরকে সমর্থন জানিয়ে তার পাশে থাকার অঙ্গীকার করেন। মুনীর বলেন, “হকির উন্নয়নে ফেডারেশনের পুরো অবকাঠামোগত পরিবর্তন দরকার।

সেজন্যই আমি সাধারণ সম্পাদক হতে চাই। ” এ প্রসঙ্গে হকি ফেডারেশনের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ বলেন, “হকির উন্নয়নে ঐকমত্যের বিকল্প নেই। কিন্তু কোনো পক্ষ সেটাকে পাশ কাটিয়ে নির্বাচন করতে চাইলে তাদের মোকাবিলা করতে আমি প্রস্তুত। ” রহমতউল্লাহ তার নিজ জেলা নারায়ণগঞ্জ ও আবাহনী ক্লাব থেকে কাউন্সিলরশিপ না পেয়ে জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, “নির্বাচনে আমার সঙ্গে ঊষা, অ্যাজাক্স, সাধারণ বীমা, ওয়ারী ক্লাব ও বাংলাদেশ স্পোর্টিং ক্লাব রয়েছে।

” মোহামেডানের সংবাদ সম্মেলনে ঊষার সাধারণ সম্পাদক আব্দুর রশীদ শিকদার ছাড়াও ওয়ারী ও অ্যাজাক্সের প্রতিনিধি উপস্থিত ছিলেন। রশীদ শিকদার বলেন, “এর আগে প্রত্যেক নির্বাচিত কমিটি হকিকে পিছিয়ে দিয়েছে। নির্বাচন হলে ফেডারেশনে দুটি পক্ষ হয় বলে হকির উন্নয়নও বাধাগ্রস্ত হয়। ”

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.