আমাদের কথা খুঁজে নিন

   

মোহামেডানের টানা দ্বিতীয় হার

পাঁচ খেলায় ছয় পয়েন্ট নিয়ে লিগের তৃতীয় স্থানে উঠে এসেছে প্রাইম ব্যাঙ্ক। বৃহস্পতিবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে মাত্র ৬৭ রানে অলআউট হয়ে ২৩৯ রানে হেরে যাওয়া মোহামেডানেরও ছয় পয়েন্ট। তবে নেট রান রেটে পিছিয়ে থাকায় ঐতিহ্যবাহী দলটির অবস্থান সপ্তম। শনিবার বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে শেষ বলে অলআউট হওয়ার আগে ১৭৩ রান করে মোহামেডান। সর্বোচ্চ ৩০ রান ৯ নম্বর ব্যাটসম্যান মুক্তার আলীর। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান আসে শ্রীলঙ্কার উদ্বোধনী ব্যাটসম্যান তিলকরত্নে দিলশানের ব্যাট থেকে। মিডিয়াম পেসে ২৪ রানে ৩ উইকেট নেন জিয়াউর রহমান। জবাব দিতে নেমে ৭৬ রানে ৫ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে গেলেও ষষ্ঠ উইকেটে রেজাউল করিম (৪১) ও তাইবুর পারভেজের (৩৮) ৭১ রানের জুটির ওপরে ভর করে ১৪ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম ব্যাঙ্ক। মোহামেডানের পক্ষে ২৪ রানে ৩ উইকেট নেন বাঁহাতি স্পিনার সাকলায়েন সজীব।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.