জাতীয় দলের ক্রিকেটাররা এখন ব্যস্ত নিউজিল্যান্ড সিরিজ নিয়ে। প্রস্তুতি নিচ্ছেন তিন বছর পর নিউজিল্যান্ডকে আবারও ধবলধোলাই করতে। আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। মুশফিকুর রহিমরা যখন ব্যস্ত দেশ নিয়ে, তখন প্রায় অগোচরেই চলছে ওয়ালটন প্রিমিয়ার ক্রিকেট। গতকাল অষ্টম রাউন্ডে জয় পেয়েছে মোহামেডান ও প্রাইম দোলেশ্বর।
ঐতিহ্যবাহী মোহামেডান ১০ রানের কষ্টার্জিত জয় পেয়েছে খেলাঘর সমাজকল্যাণ সমিতির বিপক্ষে এবং প্রাইম ৭ উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। আজ নবম রাউন্ডের দুটি খেলা।
বিকেএসপিতে টস হেরে প্রথমে ব্যাট করে মোহামেডান। লিগের বাকি খেলাগুলো খেলানোর জন্য আফগানিস্তানের তিন ক্রিকেটার সামিউল্লাহ শিনওয়ারি, মুহাম্মদ নবী ও আজগার স্টেইনজাইকে নিয়ে আসে বেশ কয়েক দিন আগে। তিন আফগানকে নিয়েও গতকাল খুব বড় স্কোর গড়তে পারেনি মোহামেডান।
৫০ ওভারে ৮ উইকেটে মাত্র ২০৫ রান করে মতিঝিলপাড়ার দলটি। সর্বোচ্চ ৬০ রান করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহ আলম। দলীয় ১০৫ রানে রাজিনের বিদায়ের পর টেলএন্ডারকে টেনে নেন দলকে। ৭ নম্বরে ব্যাট করতে নেমে শিনওয়ারি ৩৯ বলে ৩৯, দেলোয়ার হোসেন ২৭ বলে ৩৩ এবং মুক্তার আলী অপরাজিত ২৪ রান করেন। এদের ব্যাটে চড়েই দুই শর ওপর স্কোর গড়ে মোহামেডান।
২০৬ রানের টার্গেটে খেলতে নেমে পয়েন্ট তালিকার নিচের দিকের দল খেলাঘরের ইনিংস গুটিয়ে যায় ৪৯.১ ওভারে ১৯৫ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন ড্যানিয়েল হাউজেগো। মোহামেডানকে লিগের চতুর্থ জয় পেতে সামনে থেকে নেতৃত্ব দেন দেলোয়ার (৪/২৫) ও মুরাদ খান (৩/৫৫)।
বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে লিগে নিজেদের পঞ্চম জয় তুলে নেয় প্রাইম দোলেশ্বর। প্রথমে ব্যাট করে ওপেনার ইমতিয়াজ হোসেনের ৫৪ ও অধিনায়ক নাফিস ইকবালের ৫৮ রানে ভর করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৫১ রান করে ব্রাদার্স ইউনিয়ন।
প্রাইম ৯ ওভার হাতে রেখেই এ রান টপকে যায় চার হাফ সেঞ্চুরিতে। ওপেনার মেহেদি মারুফ ৫৪ রান করেন। শেষ দিকে চতুর্থর্ উইকেট জুটিতে ড্যানিয়েল মালান ও সাবি্বর রহমানের অবিচ্ছিন্ন ১০৪ রান দলকে জয়ী করে। সাবি্বর ৫১ ও মালান অপরাজিত থাকেন ৮৩ রানে। মালান ইনিংসটি খেলেন ৯০ বলে।
রনি তালুকদার করেন ৫৭ রান।
সংক্ষিপ্ত স্কোর কার্ড
ভেন্যু : বিকেএসপি-৩
মোহামেডান : ২০৫/৮, ৫০ ওভার (এজাজ আহমেদ ১০, রাজিন ৬০, সায়েম আলম ১০, সামিউল্লাহ ৩৯, দেলোয়ার হোসেন ৩৩, মুক্তার আলী ২৪*। ফয়সাল হোসেন ২/৩৪, ফোরকান ২/৪৬, নাজিমুদ্দিন রিপন ২/৩৯)।
খেলাঘর : ১৯৫/১০, ৪৯.১ ওভার (নিয়াজ মোর্শেদ ২১, ড্যানিয়েল হাউজেগো ৫৩, ফয়সাল হোসেন ২০, নিজামুদ্দিন রিপন ৩০, মাহামুদুল ইসলাম ২৪, জাকারিয়া ২৭। দেলোয়ার হোসেন ৪/২৫, সামিউল্লাহ শিনওয়ারি ৩/৫৫, মুরাদ খান ২/২৫)।
ভেন্যু : শহীদ চান্দু স্টেডিয়াম, বগুড়া
ব্রাদার্স ইউনিয়ন : ২৫১/৯, ৫০ ওভার (ইমতিয়াজ হোসেন ৫৪, মেহরাব জুনিয়র ৩৬, নাফিস ইকবাল ৫৮, থিলান সামারাবিরা ৪২, অলক কাপালি ২২। শফিওল আলম ২/৪৪, তাইজুল ইসলাম ২/৪০, সাবি্বর রহমান ৪/৩৬)।
প্রাইম দোলেশ্বর : ২৫৭/৩, ৪১ ওভার (মেহেদী মারুফ ৫৪, রনি তালুকদার ৫৭, ডেভিড মালান ৮৩*, সাবি্বর রহমান ৫১*। শিন আরভীন ১/৫৩, সাঞ্জামুল ১/৫১, ইমতিয়াজ হোসেন ১/৪৬)।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।