বিনা অপরাধে যারা শাস্তি পায়, তাদের কষ্ট শেয়ার করা যায় না।
আমাকে আমার মত থাকতে দাও,
আমি নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছি।
আমাকে আমার মত থাকতে দাও,
আমি নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছি।
যেটা ছিলো না, ছিলোনা; সেটা না পাওয়াই থাক-
সব পেলে নষ্ট জীবন।
তোমারই এ দুনিযার ঝাপসা আলো-
কিছু সন্দহের গুরো হওয়া কাঁচের মত;
যদি উড়ে যেতে চাও, তবে গাঁ ভাসিয়ে দাও।
দূরবিনে চোঁখ রাখবনা, না.না.না.
এই জাহাজ মাসতুল ছাড়খাড়,
তবু গল্প লিখছি পাঁচ বার।
আমি রাখতে চাই না আর তার,
কোন রাত-দুপুরের আবদার।
তাই চেষ্টা করছি বার বার সাঁতরে পার হওয়া যায়।
কখনও আকাশ বেয়ে চুপ করে,
যদি নেমে আসে ভালোবাসা খুব ভোরে।
চোঁখ ভাঙ্গা ঘুমে তুমি খুঁজ না আমায়,
আশে-পাশে আমি আর নেই।
আমার জন্য আলো জেলো না কেউ,
আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ।
এই ইস্টিশনে চত্তরে হারিয়ে গেছি,
শেষ ট্রেনে ঘরে ফিরব. না.না.না.
এই জাহাজ মাসতুল ছাড়খাড়,
তবু গল্প লিখছি পাঁচ বার।
আমি রাখতে চাই না আর তার,
কোন রাত-দুপুরের আবদার।
তাই চেষ্টা করছি বার বার সাঁতরে পার হওয়া যায়,,, না.না. না.
তোমার রক্তে আছে স্বপ্ন যত,
তারা ছুটছে রাত্রি-দিন নিজের মত,
কখনও সময় পেলে একটু ভেবো-
আঙ্গুলের ফাঁকে আমি কই?
হিসাবের ভিড়ে আমি চাই না ছুটে-
যত শুকনো পেঁয়াজগুলি ফ্রিজের শীতে,
আমি ওবেলার ডাল-ভাত ফুরিয়ে গেছি
বিলাসের জলে ভাসবনা,,, না.না.না.
এই জাহাজ মাসতুল ছাড়খাড়,
তবু গল্প লিখছি পাঁচ বার।
আমি রাখতে চাই না আর তার,
কোন রাত-দুপুরের আবদার।
তাই চেষ্টা করছি বার বার সাঁতরে পার হওয়া যায়,,, না.না. না.
গানটা অনুপম রায়ের
আমার একটি প্রিয় গান
সবাইকে ঈদের শুভেচ্ছা।
গানটার অডিও লিংক
আমাকে আমার মত থাকতে দাও...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।