আমাদের কথা খুঁজে নিন

   

"আবার আসিব ফিরে" Soft Rock Version ডাউনলোড Link সহ..

মাঝে মাঝে রাতে ঘুম ভাঙ্গার পর, জেগে উঠে মনে হয়, ইশ! এখনো তো অনেক কিছু করার বাকি!
আমি কবিতা খুব ভাল একটা বুঝিনা। তারপরও আমার খুব প্রিয় একটি কবিতা জীবনানন্দ দাসের 'আবার আসিব ফিরে' সবার সাথে share করলাম। সম্প্রতি বের হওয়া একটি Album এ(অনিবার্য by De-Illumination) কবিতাটির একটি Rock Version(!) ও বের হয়েছে। গানটি Download এর জন্য Click করুন এখানে। আবার আসিব ফিরে ধানসিড়ির তীরে — এই বাংলায় হয়তো মানুষ নয় — হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে; হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঠাঁলছায়ায়; হয়তো বা হাঁস হব — কিশোরীর — ঘুঙুর রহিবে লাল পায়, সারা দিন কেটে যাবে কলমীর গন্ধ ভরা জলে ভেসে-ভেসে; আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়; হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে; হয়তো শুনিবে এক লক্ষ্মীপেচাঁ ডাকিতেছে শিমুলের ডালে; হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে; রূপসা ঘোলা জলে হয়তো কিশোর এক শাদা ছেঁড়া পালে ডিঙা রায় — রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে দেখিবে ধবল বক: আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে –
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.