আমাদের কথা খুঁজে নিন

   

"দুঃখের বর্ষা-বৃষ্টিতে সুখি সুখি জল"

ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..

ডাগর ডাগর আঁখিরে তোর রেশম কোমল চুল, সেই চুলেরও ঘ্রাণে আমার মনটা হয় ব্যাকুল। ঠোঁটের কোনে লুকিয়ে রাখা একটু খানি হাসি, বুকের মাঝে ঝড় বয়ে যায় শান্তি রাশি রাশি। প্রেমের তুফান হয় বেগবান হৃদয় ভুবন জুড়ে, স্বপ্ন আলোয় গানেরও তালে ডাকি সুরে সুরে। উদাস শান্ত ঐ যে আকাশ বলছে ডেকে শোনো, মোদের মিলন হবেই এবার বাঁধা আর নেই কোনো। মনের মাঝে এই যে এ সুর তোমায় নিয়ে যায় বহুদূর বিশ্ব-ভুবন-আকাশ-পাতাল পায় না তারা মোদের নাগাল তুমি আমি এক হয়ে যাই আমার মাঝে তোমায় যে পাই লুকোচুরি হেসে হেসে হারিয়ে যাই ভালোবেসে...................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।