আমাদের কথা খুঁজে নিন

   

দুঃখের ভাস্কর্য

sobujarefin@gmail.com

(পৃথিবীর সব নারীই কবিতার জীবাশ্ম ভালোবাসে) অযোনী সংলগ্ন পেশীর যন্ত্রণা শিউলি ফুলের ফোঁটা ফোঁটা অশ্রুতে মিশিয়ে দ্যায় বিষ আর লবণের গন্ধ। আলগা নাভীর তৃঞ্চায় পুড়তে পারে আমাদের বয়েসী-বটের বটফল অনুভূতির জড়তা বিষন্ন করেছে বোকা ঈশ্বরকে তার স্মৃতির পৃষ্ঠায় জ্বলজ্বল করে জ্বলছে অশুভ মৃত্তিকার ম্যাড়ম্যাড়ে সফলতা নিম্নগামী সমস্ত সত্ত্বায় ভুলে যেতে চায় অসংখ্যা ভ্রুণের কোলাহলে গড়ে ওঠা যোগফল গল্পে গল্পে চলে আসা অশরীরি দেহত্বক- তোমার কোমরে হতাশার চিনচিনে ব্যাথা বাজে মূহুর্তপ্রতীম কবন্ধ হরিণী আর জলপাই বনে ফেলে আসা ক্ষুধার আক্রোশ- বার বার ফিরে এসো প্রেমিকার চঞ্চল ভুরুতে আমি ভালোবাসি রাতের দেহবিচ্ছেদ আর আকাশের আয়নায় খণ্ড খণ্ড হয়ে ঝুলে থাকা অপহৃত দুঃখের ভাস্কর্য

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।