আমি অতি সাধারন,কিন্তু মনে হয় কিছু অসাধারণত্ব আমার মাঝে বিদ্যমান আছে। আমি সেটাকে বাস্তব রূপ দেয়ার চেষ্টায় এই প্রচেষ্টা। দুঃখের কিছু রাত বুঝি এমনি হয় ! কুল কাঠের শিখা দপ দপ করে ছোপ ছোপ নীল বর্ণ রেখে যায় ! কপোল বেয়ে নিরব অশ্রু ক্ষতে জ্বালা দিয়ে বিভীষিকাময় করে,বিষণ্ণ করে- অজানা কালো মেঘ জীবন আকাশ জুড়ে কালবৈশাখীর আভাস ছড়িয়ে রাখে। সান্ত্বনার বানী শান্ত হয়ে পরে রয় অবলা,ঢিমা সেজে শুধু ফ্যালফ্যাল করে করুন চাহনি স্থির করে রাখে। বড় সে যন্ত্রণা,অহর্নিশ যাচ্ছি বয়ে। জানি কেউ আসবে না,শুনবে না- কান পেতে শুধু রাতের আধার নীরব সাক্ষী হয়ে লিখে রাখবে পরতে পরতে। আর আমি ? কুল কাঠে পিড়ি পেতে রইবোই বসে উপায়হীন । এই বুঝি অমানিশা কেটে ভোর হল !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।