আমাদের কথা খুঁজে নিন

   

আমি দুঃখের শরনার্থী



যার কাছে আশ্রয় নিতে চাই সেও দেখি অসহায় আশ্রিতা নিদারুণ আশ্রয় প্রার্থী... যতটুকু বিপন্ন তাকে দেখি ঠিক ততটুকু হায় আমিও দুঃখের ঝড়ে শরনার্থী। উত্তরণের পথ খুঁজে যাই বুঝে নেই মেয়ে তুমি কী ছিলে? আমার এ পথে তুমি কীভাবে, কেন তুমি মিশছো এ মিছিলে? কোনো উত্তর নেই কোথাও নেই তাই কোনো উত্তরণও আমাদের পথ তাই একই থাকে একই পথে ছাপ ফেলে, চরণও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।