ভাবে মন অকারণ সারাক্ষণ...যখন বাস্তবতা>আবেগ
আমি কখনো কোন ফুলকে পায়ে দলিনি
কখনো কোন খাতার পাতাকে দুমড়ে মুচড়ে
ঘরের কোণে রাখা ওয়েস্ট বক্সে
অবহেলায় ছুঁড়ে ফেলিনি. . . . .
এমনকি,ফুলের রেণুতে লুটোপুটি খেতে থাকা
কোন আহ্লাদী প্রজাপতিকে
হাতের মুঠোয় বন্দী করিনি কখনোই,
যদিও সে বন্দীত্বের মাঝে
ভালোবাসাটাই বেশি পরিমাণে তালুবন্দী ছিল-
তবু তার ডানাতেই মন রেখেছি।
কিন্তু তবু কেন জানি না. . .মানুষ
দুঃখের পেরেকগুলো
হাতুড়ির ঠুকঠুক আঘাতে কেবল
আমার মনের দেয়ালেই গেঁথে দিয়ে চলে যায়!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।