আমাদের কথা খুঁজে নিন

   

ভেঙে যাচ্ছে- যা হবার! তা না হবার..।

এখনো নিজের কাছেই আছি......

ভেঙে যাচ্ছে ।ভাঙছে অনন্তকাল আমাদের ভঙুরতা চক্ষুর ভেতরে তবু অন্তরালে নয়। জানিনা অজানা,তুমিও না আমিও নই। অলভ্য কষ্ট এই ভালবাসাবাসি। তবু আমি যদি তোমার জন্য হতে পারি শুদ্ধতম পবিএজন তুমি কেন তোমার জন্য হও অকলংক পাপী! বুঝনা আমাকে -আমিও না তোমার আদিম এই নতুনতর নতুনত্ব বুঝি! যদি ভালবেসে ফিরে আসো মহাজন হবো প্রথিবীর,তোমার কাছে হবো ভিক্ষুক। তোমাকে ছাড়া খুব বেশী বেচেঁ আছি ও মরে গেছি তাই আমি মানুষও নই, অমানুষও নই! এই বিশ্বাস ভংগের যুগে ভালবাসা তবু নক্ষএ হয়ে জ্বলে-অণ্ধেরযষ্টি। (কিছু দিন পর) হোক না এমনি যা হবার ভেঙে পরুক পাহাড় সমান পাহাড়। কার কি দোষ ! না তুমি আমার কষ্ট বুঝ, না আমি জানি নিজের উপর নিজের হুশ। হোক না যা হবার ভালোবাসাকে পেছনে রেখেই পথ চলার। হোক না যা হবার হোক না যা হবার যেমন! হোক না বৃষ্টির মতো কান্না, মেঘের চেয়েও মেঘলা বদল রং হোক না প্রেম, প্রেমে-বদল ও মন পাগল পণ! হোক শরীর দোষে দুষ্ট, কার কি-ই-বা কষ্ট! কী হয় সে প্রেমে, প্রেমে এ অপ্রেমে পরিশ্রমে!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।