আমাদের কথা খুঁজে নিন

   

বরগুনার তালতলীতে বঙ্গোপসাগরের দেশীয় অস্ত্র সহ দশ জলদস্যুকে আটক করেছে কোষ্টগার্ড

পরে বলবো

বরগুনার তালতলীর বঙ্গোপসাগেরের মোহনা থেকে রবিবার সন্ধ্যায় দশ জলদস্যুকে আটক করেছে তালতলীর কোষ্টগার্ডের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দেশী অস্ত্র,জাটকা ইলিশ ও কাগজপত্র বিহীন একটি ট্রলার এবং লুট করা অর্ধলক্ষাধিক টাকার জাল। নিদ্রা-সখিনা বিটের কোষ্টগার্ডের সদস্যরা জানান, রবিবার দুপুর ২টার দিকে তালতলীর পায়রা নদীর মোহনায় কাগজপত্রবিহীন একটি মাছ ধরার ট্রলারকে চ্যালেঞ্জ করলে ট্রলারটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কোষ্টগার্ডের সদস্যরা ট্রলারটির পিছু ধাওয়া করে সন্ধ্যা ৬টার দিকে বঙ্গোপসাগরের পক্ষীদিয়া-নীলগঞ্জের চরের নিকট থেকে ট্রলারটি আটক করতে সক্ষম হয়। এসময় ট্রলারে থাকা দশজন জলদস্যুকে আটক করা হয়।

পরে তল্লাশি চালিয়ে ট্রলার থেকে দেশী অস্ত্র,জাটকা ইলিশ মাছ উদ্ধার করা হয়। রাত এগারটার দিকে দশ জলদস্যুকে তালতলী থানায় সোপর্দ করা হয়। আটককৃত জলদস্যুরা হলেন চরদোয়ানিয়ার নাসির মুন্সী, তাফাল বাড়িয়ার সাহাদাত হোসেন, গাজবাড়িয়ার শুক্কুর ব্যাপারী, ছোট টেংরার জাকির শিকদার, গাববাড়িয়ার দুলাল খান, গাববাড়িয়ার মীর নবী হোসেন , গাববাড়িয়ার ইউসুফ পঞ্চায়ত, গাববাড়িয়ার বাবুল খা, গাববাড়িয়ার রাসেল মীর , গাববাড়িয়ার বেল্লাল শরীফ। এদের সকলে বাড়ি পাথরঘাটা উপজেলায়। নিদ্রা-সখিনা বিটের কোষ্টগার্ডের পেটি অফিসার শহীদুল ইসলাম জানান ,রোববার দুপুর ২টার দিকে পায়রা নদীর মোহনায় একটি ট্রলারকে চ্যালেঞ্জ করলে ট্রলারটি দ্রুত স্থান ত্যাগ করে বঙ্গোপসাগরের দিকে চলে যেতে থাকে।

তাদেও ধাওয়া করে সন্ধ্যা ৬টার দিকে বঙ্গোপসাগরের পক্ষীদিয়া-নীলগঞ্জের চরের কাছ থেকে ট্রলারটি আটক করা হয়। এতে থাকা দশজলদস্যু ও দেশী অস্ত্র,জাটকা ইলিশ মাছ উদ্ধার করা হয়। পরে জলদস্যুদেরকে তালতলী থানায় সোর্পদ করা হয়। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমান জানান,আটক দশ জলদস্যুদের বিরুদ্ধে কোষ্টগার্ডের পেটি অফিসার শহীদুল ইসলাম বাদি হয়ে মামলা দায়ের করেন। আটক জলদস্যুদেও কোর্টেও মাধ্যমে সোমবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.