ব্লগার অনুপস্থিত আছেন !! (এই ব্লগার বিশেষ কোন দল বা মতের অনুসারী নন..তাই ওনার পোস্টের কোন আগা মাথা নাই!! যখন যা ভাল লাগে তাই তিনি পোস্ট করেন। )
সৌদিতে কাল (শুক্রবার) ঈদ।
সাধারনত আমাদের দেশে সৌদির একদিন পরেই চাঁদ ওঠে। (ব্যতিক্রম আছে বোধহয়)
অনুমান করা যায় সেই অনুযায়ী আমাদের ঈদ হতে পারে শনিবার।
সরকার এইব্যপারে সিদ্ধান্ত দিবে আর আমরা সেই অনুযায়ী ঈদ করব।
এই পর্যন্ত ঠিক আছে।
আমাদের দেশে কিছু এলাকায় সৌদির সাথে মিল রেখে রমযান মাস শুরু করে।
অর্থাৎ সাধারনত ওরা রোযা শুরু করে একদিন আগে আর ঈদও করে একদিন আগে।
কোন সমস্যা নাই।
এই পর্যন্তও ঠিক আছে।
এখন শুনতেছি ওরা আজকেই ঈদ করতেছে।
তাইলে কেমনে কি?
ওই এলাকার লোকজন কার সাথে মিল রেখে ঈদ পালন করল??
সৌদিও না, চাঁদও না, সরকারও না...তাইলে কার কথায় ঈদ হচ্ছে???
পীরের কথায়??
আজ কি সৌদি আরবে ঈদ উদযাপিত হচ্ছে?
আজ চাঁদ উঠবে বলেই মনে হচ্ছে.... অন্তত মহাকাশ দেখার সফটওয়্যার Stellarium তাই বলছে...
মাদারীপুর, শরীয়তপুর ও ভোলার শতাধিক গ্রামে ঈদ উদযাপন
যাই হোক...আর কিছুক্ষন পর নিশ্চয়ই আমার সব বিভ্রান্তি দূর হয়ে যাবে।
আমরা আমজনতা রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ঈদ করব!
চাঁদ দেখার প্রতীক্ষায় আছি।
সবাইকে ঈদ মোবারক !!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।