আমার বাড়িতে নিজের হাতে লাগানো আমগাছের আম। কোন কৃত্তিম রঙ,কীটনাশক,বা ঔষধ দেয়া নাই। পাঠাইতে তো পারুম না,সবাই অন্তত দেখে দেখে চেখে নেন। কারণ চোখও অনুভুতি ইনপুট করার একটা পার্টস.. খালি রাজনীতি নিয়া ব্লগাব্লগি,গালাগালি,আমি নিজেও ফেবুতে ছাগু উপাধি পেয়েছি,আবার দেশপ্রেমিকেরও অঘোষিত সার্টিফিকেট পেয়েছি। আর ভাল্লাগেনা রে ভাই,আসেন মানুষ হই,আসেন একজন সত্যিকারের ধর্মপরায়ণ হই,আসেন দেশকেও অল্প একটু হলেও ভালোবাসি,দেশকে ভালোবাসতে আর ধর্মকে শ্রদ্ধা করতে টাকা লাগেনা।এদেশে আমাদের সন্তানরাই থাকবে। আসেন একটু আনন্দের কিছু দেখি,আনন্দিত হই,মনটাকে কলুষিত মুক্ত করি। আসেন একজন সাচ্চা মন নিয়ে বুক ফুলিয়ে বলি,আমরা সবাই ভালো আছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।