আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষা জিনিসটা আসলে কি ? খায় না মাথায় দেয় ?



সর্বত্রই শিক্ষিত মানুষের অনাচার আর অন্যায় দেখে দেখে মনের ভীতরে প্রশ্ন জাগে শিক্ষা জিনিসটা আসলে কী ?ইউনিভার্সিটি শিক্ষকদের অমানুষের মত আচরণ ভাবায়- তারা কি আসলেই শিক্ষিত ? আমাদের দেশে কি সত্যিকার অর্থে কোন শিক্ষা দেয়া হয় ? কুশিক্ষা বলেও একটা জিনিস আছে । হোক না কু শিক্ষা তো ! এটাকেও কি শিক্ষা বলা হবে ? এই সব দেখে দেখে আর ভেবে ভেবে মনে হল দেখিনা একটু টেরাই করে শিক্ষা জিনিসটা আসলে কি ? এইটা কি খায় না মাথায় দেয় ? ১. আমাদের ধনশালীদের কিছু কেরানী দরকার - সেই কেরানী তৈরীর জন্য যা দরকার তা-ই শিক্ষা ?আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে (বিশেষ করে কর্মাস) যে পাঠ্যসূচী তা দেখলে এটাকেই এদেশের প্রেক্ষিতে শিক্ষা বলতে হয় । ২. আমরা মানুষ হয়ে উঠার জন্য যা জানা দরকার তা জানাই শিক্ষা ? এই ধরনের শিক্ষা আদৌ কোথাও চালু আছে বলে জানা নেই । কারণ আমরা শিক্ষিত হই বা না হই নিজেকে সবাই মানুষ দাবী করি । যতই জানোয়ার দখল করুক আমাদের ভেতর-বাহির ।

৩. মানুষের উৎপত্তি এবং পরিণতি মাথায় রেখে ক্ষণকালীন জীবনে নিজেকে পরিচালনার জন্য নিজেকে যেভাবে প্রস্তুত করতে হবে তা জানা এবং সেই অনুযায়ী নিজেকে পরিচালিত করাই শিক্ষা ?এটা ধর্মে বিশ্বাসীরা মনে করলেও এধরনের শিক্ষাও আজ এদেশে নেই । কোনকালে ছিল বলেও জানা নেই । ৪. মানবিক বোধগুলোর চর্চা এবং নিজের মন, মনন এবং মেধাকে পরিশিলীত করে সভ্যতার অগ্রযাত্রায় ভূমিকা রাখাই শিক্ষা ?এটাকে হয়তো আমি শিক্ষা বলতে চাই- কিন্তু কোথায় পাব এর দেখা ? কোথাও আছে কি এমন শিক্ষা ? ৫. সুশিক্ষিত মানুষ মাত্রই স্বশিক্ষিত । আমর কাছে মনে হয় এটাও শিক্ষার একটা গুরুত্বপূর্ণ উপাদান । শিক্ষিত হতে হলে নিজে নিজে শেখার বিকল্প নেই ।

কিন্তু কী শিখব ? কিভাবে শিখব? কেন শিখব এগুলোও গুরুত্বপূর্ণ প্রশ্ন । আমাদের প্রথমে জানতে হবে আসলে শিক্ষা জিনিসটা কী ?(আমি চাইনা শিক্ষার কিতাবি সংগা) তারপর প্রশ্ন রাখতে হবে কে শিক্ষিত মানুষ ? তারপর জানতে হবে শিক্ষার আদৌ দরকার আছে কিনা ?যদি দরকার থাকে তাহলে কোন ধরনের শিক্ষার দরকার আছে সেধরনের শিক্ষা অর্জন করেত হবে । বলা হয় নামাজ মানুষকে পাপ থেকে বিরত রাখে । যদি বিরত না রাখে তাহলে কি তা নামাজ হচ্ছে ? আমি মনে করি, তাহলে সে নামাজ পড়ার দরকার নেই- কারণ তা আদৌ নামাজ নয় । তবে হ্যাঁ জীবন ধারনের জন্য আমাকে কিছু শিখতে হয় ।

এটাকে আমি শিক্ষা বলতে চাইনা । বলতে চাই জীবন বাচাঁনোর তাগিদে অর্জিত কিছু জ্ঞান । যা আমাকে কাজ করে খাইতে সাহায্য করবে । শিক্ষা অবশ্যই এমন হওয়া উচিত যা আপনাকে শুধু জীবন ধারনের প্রয়োজনীয় বিষয়ে জ্ঞান দিবেনা- শিক্ষার সংগা আমার দৃষ্টিতে আরো ব্যাপক ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.