নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই
চামচ হারিয়ে অনাহারে থাকি নি
হাতের আঙুলকে করেছি চামচ
ধুয়ে মুছে পরিচ্ছন্ন করে নিলে
ভালই চলে এই হাতে
যারা কাঁটাচামচ নিয়ে পাশের টেবিলে চেয়ে, যেন
প্রার্থনালয়ে আড়চোখে অনুকরণ করছে
পাশের লোকের বন্দনার ভঙ্গীমা
তারা খোলা আঙুলে খাবার খেয়ে দেখতে পারে
ক্ষুধাটা ভালই মেটে
অবশ্য কাঁটাচামচ কে খুঁজে পেলে
দ্রুত কেক খেতে পারি
গায়ে বাতাস লাগিয়ে
ববিনের মতো প্যাচিয়ে চাউমিন-নুডুল মুখে তুলি
কিন্তু হাতে বানানো তন্দুরি
ছিঁড়ে খেতে ক্লান্ত, আর
হাড় মাংস ছড়াতে জামাতে ঝলসে পড়েছে ঝোল
সাহেবেরা শিখিয়েছে টেবিলে বসে থাকার নিয়ম
খেতে বসে আস্তে না খেলে মান যায়
খেতে গিয়ে মুখ খুলে রাখলে জংলী মনে হয়
হাত পা গলা গিলেটিনে রেখে
কেতাবী খাওয়াকে বিদায় দিলাম
ভোতা ছুরির বদলে পেয়েছি
ধারালো কয়েকটা দাঁত
হামান দিস্তায় নয় পেষনের দাঁতে নমনীয় হচ্ছে সব
পাথরযুগের পর ক্রমাগত তৈরী হওয়া হাতিয়ারের বিড়ম্বনা
অতিরিক্ত লাগে
হয়তো একজন্যই বিদ্রোহটা ভারী হয়
অনিচ্ছা মাথা চাড়া দিয়ে ওঠে
এতদিন পর সভাসমিতিতে লজ্জায় পড়ে যেতে হবে
কত শত প্রাণী প্রকৃতি নিয়ে সুখে আছে
ওরা পাতা কে পাতা বলে, কাঁটা কে কাঁটা
আকাশ কে ফুলঝুরি নয়
প্রেম কে পত্রমিতালীর প্যাকেটে ঢেকে লুকিয়ে নগ্নিকাকে ভালবাসা দেয়না
বরং প্রেম কে দেহই জানে, মন কে মন
কাঁটাচামচটাকে ফেলে সুখী হয়েছি -
আজ থেকে যদি পারতাম
সবখানে প্রাচীন এবং সহজটাকে বেছে নিতাম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।