হযরত আবূ যর গিফারী রাঃ বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহিসসালাম এর নিকট দরখাস্ত করিলাম যে আমাকে কিছু নসীহত করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহিসসালাম ফরমাইলেন, তাকওয়া অবলম্বন কর কেননা উহা সমস্ত নেক আমলের মুল। আমি আরজ করিলাম আরো কিছু নসীহত করুন। হুজুর সাঃ ফরমাইলেন, কোরান তেলোয়াতের এহতেমাম কর কেননা উহা দুনিয়াতে তোমার জন্য নূর এবং আখেরাতে সঞ্চিত ধনভান্ডার।
আরও কিছু নসীহত করুন আরজ করিলে হুজুর সাল্লাল্লাহু আলাইহিসসালাম ফরমাইলেন
-অধিক হাসি হইতে বিরত থাকিও কেননা উহাতে দিল মরিয়া যায় ও চেহারার সৌন্দর্য চলিয়া যায়।
-গরীব মিসকিনদের সাথে সম্পর্ক রাখিও, তাহাদের বন্ধু বানাইয়া লও। তাহাদের পাশে বস। তোমার চেয়ে নিম্ন স্তরের লোকদের দেখ(ইহাতে শোকরের অভ্যাস গড়িয়া উঠিবে) আর তোমার চেয়ে উপরের স্তরের লোকদের দেখিও না ইহাতে তোমাকে দেয়া আল্লাহর নেয়ামতকে তুচ্ছ ভাবিইয়া বসিতে পার।
-তোমার নিজের দোষ যেন অপরের দোষ দেখা হইতে বিরত রাখে, মানুষের দোষ জানিবার চেষ্টা করিও না, কেননা তুমি নিজেই উহাতে লিপ্ত রহিয়াছ। তোমার দোষের জন্য ইহাই যথেষ্ট যে তুমি মানুষের মধ্যে এমন দোষ তালাশ কর যাহা স্বয়ং তোমার মধ্যে রহিয়াছে।
অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহিসসালাম আপন স্নেহের হাত হযরত আবূ যর গিফারী রাঃ এর বুকের মধ্যে মারিয়া এরশাদ করিলেন, হে আবু যর ভাবিয়া কাজ করার মত বুদ্ধিমত্তা নাই, নাজায়েজ কাজ হইতে বাঁচিয়া থাকার মত পরহেজগারি নাই এবং চরিত্রবান হওয়া অপেক্ষা ভদ্রতা নাই।
(সংক্ষিপ্তসার ও মুল উদ্দেশ্যের প্রতি অধিক লক্ষ্য রাখা হয়েছে, শাব্দিক তরজমার তুলনায়)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।