সেই চিরবিদ্রো.... যে লড়াই , কখনো শেষ হয়না....
আইন চলে আইনের গতিতে। এটা গৎ বাধা কথা।
এই দেশে এখন আইন চলে শাসকের প্রীতিতে। মন্ত্রী, প্রতি উপ, প্রধান... বিচারপতি নিয়োগে যখন দলীয় আনুগত্য মূল হয়ে যায় তখন আর বিচারিক প্রক্রিয়ায় স্বচ্ছতা আশা করা স্বপ্নে পেট পুরে খাওয়ার মতোই অবাস্তব! নয়?
নয়তো এমন হবে কেন
ফাঁসির দণ্ড পাওয়া ২০ জনকে রাষ্ট্রপতির ক্ষমা
গামা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ জন রাজশাহী কারাগার থেকে মুক্ত
ফাসির আসামীর হয় যাবজ্জীবন.. আবার সেই যাবজ্জীবন সাজা প্রাপ্ত দলই দলবেধে মুক্তি পায় !!!!!!
রাষ্ট্রপতির ক্ষমায় গামা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা মুক্ত
কিসের জোড়ে? কোন সে মন্ত্র!!!
তারা আওয়ামী লীগ করে!!!
অর্থাৎ আওয়ামীলিগ করলে খূনিরও সাজা নেই!!!
তবে কি এরই নাম গণতন্ত্র!!! এরই জন্য ৫২, ৭১, ৯০ আর এতসব চেতনার কচকচানি????
এরই জন্য মুক্তিযুদ্ধ ৩০ লক্ষ শহীদ আর লাখ মা বোনের সম্ব্রম কোরবানী????
এই সুবিধাবাদীতা প্রতিষ্ঠার জন্যই কি??????
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।