জেগে জেগেই স্বপ্ন দেখি বা দেখার চেষ্টা করি কেননা ঘুম ভাঙ্গার সাথে সাথে যদি স্বপ্নও যদি ভেঙ্গে যায় বা ঘুমের ঘোরে দেখা স্বপ্ন যদি মনে না থাকে !!! তাহলে যে নিজেকে একেবারেই হারিয়ে ফেলব আর স্বপ্ন ও কোনদিন-ই বাস্তবে রুপ দিতে পারব না !!! -Tauhidul Islam তানিন
নিভে গেছে সব আলো
জেগেছে অন্ধকার কালো
মন আজ নেই ভালো !
কি করি ! কি করি ! বলো ?
চুপচাপ সব পাড়া
মনকে দিচ্ছে নাড়া
কেউ কি দিবে সাড়া ?
দূর করতে যত মনঃজরা ।
আমি হাঁটছি একা পথে
নেই আজ কেউ সাথে
ছেড়ে গেছে সব প্রাঃতে
আমায় রেখে একাকী রাতে ।
পড়লো চোখে জোনাকি পোকা
আমিতো নই অত বোকা !
বারবার খাবো যে ধোঁকা !
নিতে আরো কষ্টের ঝাঁকা ।
হাঁটছি আমি অপার হয়ে
শুধু সাহস বুকে লয়ে
অতীতের শত ক্লেশ বয়ে
সব দুখ, কষ্ট সয়ে ।
কি করি ! কি করি ! এই ক্ষন
মানেনা তো এই মন
কি করে করব ক্ষমন
সব’ই জালিম, দুষ্টু যখন ।
শেষে, বোধোদয় হলো তবে
করব ক্ষমন আজ স’বে
কি লাভ বাড়িয়ে শত্রু ভবে
চাইব বিচার হাশরে যবে ।
মালিক আমার শ্রেষ্ঠ বিচারক
হওনা তুমি যতই প্রতারক !
খাবেই ধরা শেষ তক
নিশ্চয়ই রসুল (সঃ) সত্য প্রচারক ।
____________________________________________
রচনাকালঃ ০২.০৫.২০১৩ ইং
[ ফেসবুকের বড় স্ট্যাটাসগুলো ও নোটসমূহ (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্ যেকোন সময় পাবেন ]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।